মাও সন্ত্রাসের প্রতিবাদে ধিক্কার মিছিল তৃণমূল কংগ্রেসের

সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার বলরামপুরে মাওবাদীদের হাতে নিহত হন দুই তৃণমূল কর্মী। তাঁরা স্তানীয় তৃণমূল কংগ্রেস নেতা রাজেন সিং সর্দারের বাবা অজিত সিং সর্দার ও তাঁর ভাই বাকু সর্দার। এরই প্রতিবাদে আজ কলকাতায় কলেজস্ট্রিট থেকে গান্ধীমুর্তি পর্যন্ত ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব কর্মীরা।

Updated By: Nov 15, 2011, 05:41 PM IST

সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার বলরামপুরে মাওবাদীদের হাতে নিহত হন দুই তৃণমূল কর্মী। তাঁরা স্তানীয় তৃণমূল কংগ্রেস নেতা রাজেন সিং সর্দারের বাবা অজিত সিং সর্দার ও তাঁর ভাই বাকু সর্দার।
এরই প্রতিবাদে আজ কলকাতায় কলেজস্ট্রিট থেকে গান্ধীমুর্তি পর্যন্ত ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব কর্মীরা। মিছিলে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়। তিনি বলেন, যৌথ বাহিনীর হাতে গত পাঁচ মাসে কারো মৃত্যু না হলেও, গত এক সপ্তাহে পাঁচ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আগামিকাল বলরামপুরে নিহত দুই তৃমমূল কর্মীর দেহ শায়িত থাকবে গান্ধী মুর্তির পাদদেশে। সেখানে মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃমমূল নেতারা।

.