বইমেলায় এবার ইতালি

আগামী পঁচিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছত্রিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত। আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন গিল্ডের সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি। এবারের বইমেলায় থিম কান্ট্রি ইতালি।

Updated By: Nov 15, 2011, 05:41 PM IST

আগামী পঁচিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছত্রিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত। আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন গিল্ডের সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি। এবারের বইমেলায় থিম কান্ট্রি ইতালি। বইমেলায় অংশগ্রহণকারী নিয়মিত দেশগুলি ছাড়াও এই প্রথম অংশগ্রহণ করছে তুরস্ক, সৌদি আরব এবং জাপান। আগামী চব্বিশে জানুয়ারি মিলনমেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। সাধারণ মানুষের জন্য বইমেলার দরজা খুলবে
পরের দিন অর্থাত্‍ পঁচিশে জানুয়ারি। গতবছরের মতো এবারও কোনও প্রবেশমূল্য লাগবে না মেলায় ঢুকতে। বাড়ছে না স্টলের ভাড়াও। তবে, যাতায়াতের জায়গা করতে
কমছে স্টলের সংখ্যা। প্রায় পঞ্চাশ থেকে ষাটটি স্টল কম হবে বলে গিল্ডের তরফে জানানো হয়েছে।
 

.