টলিউড অভিনেত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার ৫

টলিউড অভিনেত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করল পুলিস।  ৩১ ডিসেম্বর রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি পানশালার সামনে নিগৃহীত হন টলিউডের এক অভিনেত্রী। সেই ঘটনাতেই গতকাল রাতে পুলিস ৫ যুবককে গ্রেফতার করেছে।

Updated By: Jan 10, 2017, 02:33 PM IST
টলিউড অভিনেত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার ৫

ওয়েব ডেস্ক : টলিউড অভিনেত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করল পুলিস।  ৩১ ডিসেম্বর রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি পানশালার সামনে নিগৃহীত হন টলিউডের এক অভিনেত্রী। সেই ঘটনাতেই গতকাল রাতে পুলিস ৫ যুবককে গ্রেফতার করেছে।

অভিযোগ ৩১ ডিসেম্বর রাতে একটি ইনোভা গাড়ি চেপে পানশালার সামনে আসে অভিযুক্তরা। এরপর ওই অভিনেত্রীর সঙ্গে বচসা বেধে যায় যুবকদের। তখনই অভিনেত্রীকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ইনোভা গাড়িটিকেও আটক করেছে পুলিস।

আরও পড়ুন, "খেতে পাই না"ভাইরাল BSF জওয়ানের বিস্ফোরক অভিযোগ!

ভয়াবহ ভূমিকম্প সামনেই, আশঙ্কাবাণী ভূবিজ্ঞানীদের!

.