রবিবার SSKM থেকে ছাড়া পাচ্ছেন Madan Mitra, ফেসবুকে সুরেলা লাইভ তৃণমূল বিধায়কের

‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়’, ফেসবুকে গান গাইলেন কামারহাটির বিধায়ক৷

Updated By: May 29, 2021, 05:28 PM IST
রবিবার SSKM থেকে ছাড়া পাচ্ছেন Madan Mitra, ফেসবুকে সুরেলা লাইভ তৃণমূল বিধায়কের

নিজস্ব প্রতিবেদন: ‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়...’ ফেসবুক লাইভে (Facebook Live) এসে গান গাইলেন মদন মিত্র (Madan Mitra)৷ শুধু গানই গাইলেন না, তাঁর অনুগামীদের জন্য খুশির খবরও দিলেন কামারহাটির বিধায়ক৷ জানালেন, আগামিকাল মানে রবিবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি এবং এরপর সোজা আলমবাজারে পুজো দিতে যাবেন৷

শনিবারের ফেসবুক লাইভে ফের খোশ মেজাজে দেখা গেল সকলের প্রিয় মদন দাকে (Madan Mitra)৷ হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে অনেকটাই নিশ্চিন্ত দেখালো তাঁকে ৷ তিনি জানান, আদালতের নির্দেশে কারও সঙ্গে কথা বলতে পারবেন না৷ তাই ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গে কথা বলছেন৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যেমে, বিপদে তাঁর পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানান মদন মিত্র (Madan Mitra)৷ তাঁকে দ্রুত সুস্থ করে তোলার জন্য ধন্যবাদ জানান এসএসকেএম-এর চিকিৎসকদেরও৷ পাশাপাশি, অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ায় বিচার ব্যবস্থার প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি৷

আরও পড়ুন: আলাপন বাঙালি বলে এত রাগ? নোংরা খেলা খেলবেন না, চিঠি প্রত্যাহার করুন: Mamata

আরও পড়ুন: 'গণতন্ত্র বিরোধী', আলাপন-বদলিতে রাজ্য সরকারের পাশে Congress

নারদ মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র৷ এরপর থেকে এসএসকেএমেই তাঁর চিকিৎসা চলছে৷ দীর্ঘ টানাপোড়েনের পর শুক্রবার নারদ মামলায় চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়৷ ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পান ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। 

.