Howrah Bridge: শনিবার রাত থেকেই 'বন্ধ' হচ্ছে হাওড়া ব্রিজ, খুলবে কবে, যানবাহন কোন পথে?

Howrah Bridge: কলকাতার স্ট্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এমজি রোড ও স্ট্যান্ড ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরে দেওয়া হবে। সেক্ষেত্রে যেতে হবে নিবেদিতা সেতু দিয়ে

Updated By: Nov 16, 2024, 10:51 PM IST
Howrah Bridge: শনিবার রাত থেকেই 'বন্ধ' হচ্ছে হাওড়া ব্রিজ, খুলবে কবে, যানবাহন কোন পথে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বয়স বাড়ছে হাওড়া ব্রিজের। এবার তাই তার স্বাস্থ্য পরীক্ষা হবে। সেই লক্ষ্যেই শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে হাওড়া ব্রিজে যান চলাচল। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা।

আরও পড়ুন-কসবায় কাউন্সিলরের উপরে হামলা, ৩ দুষ্কৃতীর সঙ্গে সুশান্তর পরিচিতের ঘনিষ্ঠের যোগসাজস!

এর আগে  ১৯৮৩, ১৯৮৮, ২০২৩ সালে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। এবার ফের কলকাতা বন্দর কর্তৃপক্ষ এই স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত লোহার কাঠামো এবং স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। ফলে সেগুলি কেমন অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখার উদ্দেশ্যেই এই স্বাস্থ্য পরীক্ষা বলে কলকাতা বন্দর সূত্রে জানা গিয়েছে। হাওড়া পুলিস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাঁচ ঘন্টা বীজ বন্ধ থাকার কারণে হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত যানবাহন ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যেতে পারবে।

কোন পথে ঘোরান হচ্ছে যানবাহন

কলকাতার স্ট্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এমজি রোড ও স্ট্যান্ড ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরে দেওয়া হবে। সেক্ষেত্রে যেতে হবে নিবেদিতা সেতু দিয়ে।

সেন্ট্রাল অ্যাভিনিউ দিকে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে এমজি রোড থেকে ঘুরে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিকে হাওড়ার দিকে যেতে পারবে।

ব্র্যাবোর্ন রোড যাতায়াতকারী গাড়িগুলি স্ট্যান্ড রোড হয়ে চলে যাবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে।

দক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলোকে বিদ্যাসাগর সেতু দিয়ে  ঘুরিয়ে দেওয়া হবে।

উত্তরে হাওড়ার দিক থেকে এইচআইটি সেতু যে গাড়িগুলি আসবে, সেই গাড়িগুলিতে ২৭এ পয়েন্ট থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়ি চলবে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজিপাড়া ক্রসিং দিয়ে।

পশ্চিম এবং দক্ষিণ হাওড়া থেকে আসা যানবাহনগুলো ২৭এ পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা এবং জিটি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.