কেউ পৌঁছলেন মাঝ রাতে, কেউ থেকে গেলেন স্টেশনেই, ১৮ ঘণ্টা পর স্বাভাবিক হল ট্রেন চলাচল
অবশেষে দীর্ঘ প্রায় আঠেরো ঘণ্টা পর স্বাভাবিক হল শিয়ালদহ উত্তর শাখার ট্রেন চলাচল। শনিবার সাত সকালেই লাইনচ্যুত হয় রানাঘাট লোকালের ছ-ছটি কামরা। শিয়ালদার দিকে আসার পরে দমদম ছাড়ার পরেই লাইন থেকে ছিটকে যায় কামরাগুলি। বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদা উত্তর শাখার ট্রেন চলাচল। লাইন মেরামতির পর রাত একটা নাগাদ ফের শুরু হয় ট্রেন চলাচল।
অবশেষে দীর্ঘ প্রায় আঠেরো ঘণ্টা পর স্বাভাবিক হল শিয়ালদহ উত্তর শাখার ট্রেন চলাচল। শনিবার সাত সকালেই লাইনচ্যুত হয় রানাঘাট লোকালের ছ-ছটি কামরা। শিয়ালদার দিকে আসার পরে দমদম ছাড়ার পরেই লাইন থেকে ছিটকে যায় কামরাগুলি। বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদা উত্তর শাখার ট্রেন চলাচল। লাইন মেরামতির পর রাত একটা নাগাদ ফের শুরু হয় ট্রেন চলাচল।
দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদা ডাউন সাবারবান লাইনের ট্রেন চলাচল। তবু দুর্ঘটনার ধাক্কা মেন লাইনে না পড়ায় রক্ষা। লোকাল ট্রেন অনিয়মিত হওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ডিআরএমের নেতৃত্বে শুরু হয়ে যায় মেরামতির কাজ। দুটি কন্টেনারে স্লিপার, রেলওয়ে ট্র্যাক এনে গিয়ারিং অ্যান্ড রিমুভ পদ্ধতিতে শুরু হয় মেরামতির কাজ। লাইন মেরামতির গাফিলতিতেই দুর্ঘটনা নাকি নাশকতা, তা জানতে তদন্ত শুরু করেছে রেল।
রাত প্রায় একটা নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা। বিপত্তি ঘটে হালিশহরেও। দু নম্বর ডাউন লাইনে ফাটল দেখা দেওয়ায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।পরে রেলের তত্পরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি।