আপ শিয়ালদহ-নৈহাটি লোকালের ৩ টি বগি লাইনচ্যুত
আপ কলকাতা-নৈহাটি লোকালের ৩ টি বগি লাইনচ্যুত। ঘটনাটি ঘটেছে ২৫ ডিসেম্বর রাত ৯ টা নাগাদ। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে নির্বিঘ্নে দমদম পর্যন্ত পৌঁছয়। কিন্তু দমদম স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ছাড়ার পরই তার ৩ টি বগি হঠাত্ই লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে, বেশ কয়েকজনের সামান্য চোট লেগেছে। একে বড় দিন। ছুটি এবং উত্সবের মেজাজ। তাই আজ ট্রেনে ভিড়ও বেশি। এই ঘটনার জন্য ট্রেন চলাচল সামান্য সময়ের জন্য বিঘ্নিত হয়নি ঠিকই। কিন্তু বেশি যাত্রী যেহেতু ট্রেনের ভরসায় রয়েছেন, তাই খানিকটা আতঙ্কে যাত্রীরা।
![আপ শিয়ালদহ-নৈহাটি লোকালের ৩ টি বগি লাইনচ্যুত আপ শিয়ালদহ-নৈহাটি লোকালের ৩ টি বগি লাইনচ্যুত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/25/47020-localtrain25-12-15.jpg)
ওয়েব ডেস্ক: আপ কলকাতা-নৈহাটি লোকালের ৩ টি বগি লাইনচ্যুত। ঘটনাটি ঘটেছে ২৫ ডিসেম্বর রাত ৯ টা ২৫ নাগাদ। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে নির্বিঘ্নে দমদম পর্যন্ত পৌঁছয়। কিন্তু দমদম স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ছাড়ার পরই তার ৩ টি বগি হঠাত্ই লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে, বেশ কয়েকজনের সামান্য চোট লেগেছে। একে বড় দিন। ছুটি এবং উত্সবের মেজাজ। তাই আজ ট্রেনে ভিড়ও বেশি। এই ঘটনার জন্য ট্রেন চলাচল সামান্য সময়ের জন্যও বিঘ্নিত হয়নি ঠিকই। কিন্তু বেশি যাত্রী যেহেতু ট্রেনের ভরসায় রয়েছেন, তাই খানিকটা আতঙ্কে ছিলেন যাত্রীরা।