চৌরঙ্গি বিধানসভা নির্বাচনে জয়ী তৃণমূল, তৃণমূলের সাংবাদিক বৈঠক LIVE

কলকাতা: চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা শেষ হল। উপনির্বাচনের ফলাফল বলছে তৃণমূল ১, বিজেপি ১। বসিরহাট দক্ষিণ কেন্দ্রে নাটকীয় জয় ছিনিয়ে এনে, রাজ্য বিধানসভায় খাতা খুলল বিজেপি। অন্যদিকে, চৌরঙ্গি আসন ধরে রাখল তৃণমূল কংগ্রেস। বামেদের করুণ অবস্থা বজায় থাকল। মুকুল রায়ের সাংবাদিক বৈঠক- ১টা ১০:  ২০১৬ র বিধানভা নির্বাচনে আমরা বসিরহাটে জিতব। ওই আসনে বিধানসভা নির্বাচনে দীপেন্দুই দাঁড়াবেন। এখন থেকে বসিরহাট দক্ষিণে সাংগঠনিক দায়িত্ব দীপেন্দুকেই দেওয়া হল। ১টা ০৯: বহু দল, বহু সংবাদমাধ্যম, বহু সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করেছে। তা সত্ত্বেও আমরা জিতেছি। বেলা ১টা: সারা ভারতবর্ষের মানুষ বর্তমান বিজেপি সরকারের ওপর অনাস্থা এনেছে। এই ফলের নিরিখে বলছি। সারা রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা  রেখেছে। মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।  

Updated By: Sep 16, 2014, 01:14 PM IST
চৌরঙ্গি বিধানসভা নির্বাচনে  জয়ী তৃণমূল, তৃণমূলের সাংবাদিক বৈঠক LIVE

কলকাতা: চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা শেষ হল। উপনির্বাচনের ফলাফল বলছে তৃণমূল ১, বিজেপি ১। বসিরহাট দক্ষিণ কেন্দ্রে নাটকীয় জয় ছিনিয়ে এনে, রাজ্য বিধানসভায় খাতা খুলল বিজেপি। অন্যদিকে, চৌরঙ্গি আসন ধরে রাখল তৃণমূল কংগ্রেস। বামেদের করুণ অবস্থা বজায় থাকল।

বেলা ১টা: সারা ভারতবর্ষের মানুষ বর্তমান বিজেপি সরকারের ওপর অনাস্থা এনেছে। এই ফলের নিরিখে বলছি। সারা রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা  রেখেছে। মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।

 

.