Kolkata News: পুজো দিতে এসে মর্মান্তিক পরিণতি, গঙ্গা স্নানে নেমে তলিয়ে গেলেন ২ যুবক
Kolkata News: গতকালই হাওড়ার সাঁকরাইল থেকে ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসেন বান্টি কুমার(২১)। একইভাবে তিনিও রাতে গঙ্গায় স্নান করতে নামেন। জোয়ারের তোড়ে তিনিও টাল সামলাতে না পেরে গঙ্গায় তলিয়ে যান
![Kolkata News: পুজো দিতে এসে মর্মান্তিক পরিণতি, গঙ্গা স্নানে নেমে তলিয়ে গেলেন ২ যুবক Kolkata News: পুজো দিতে এসে মর্মান্তিক পরিণতি, গঙ্গা স্নানে নেমে তলিয়ে গেলেন ২ যুবক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/07/432453-5.png)
রণয় তেওয়ারি: গঙ্গায় তলিয়ে গিয়ে এখনও নিখোঁজ ২ যুবক। কাকতালীয় বিষয় ওই দুই যুবকই এসেছিলেন নিমতলা ঘাটের কাছে ভূতনাথ মন্দিরে পুজো দিতে। দুই যুবকই কলেজ পড়ুয়া। তাদের খোঁজে এখনও ত্লালশি চালাচ্ছে ডিএমডি কর্মীরা। কিন্তু এখনওপর্য়ন্ত কোনও খবর নেই তাদের।
আরও পড়ুন-পুলিসের ভ্যান থেকে গঙ্গায় ঝাঁপ! একদিন পর দেহ মিলল সৈদাবাদের ঘাটে
হুগলির শ্রীরামপুর থেকে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন কৃষ সোনি(২১)। বিধানচন্দ্র কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এমন ঘটনায় গোটা পরিবার শোকস্তব্ধ। পরিবার সূত্রে খবর, আশিস কুমার, বিকাশ যাদব, ঋত্বিক কেশার, অমিত সোনি-দের সঙ্গে ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসেন কৃষ। গতকাল রাতে তার বাড়ি থেকে বের হন। রাত দেড়টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে যায়। ওই সময়ে গঙ্গায় স্নান করতে নামে কৃষ ও চার দুই বন্ধু। সেইসময় আচনমক জোয়ার চলে আসে। বাকীর উঠতে পারলেও জলের তোড়ে হারিয়ে যায় কৃষ।
অন্যদিকে, গতকালই হাওড়ার সাঁকরাইল থেকে ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসেন বান্টি কুমার(২১)। একইভাবে সেও রাতে গঙ্গায় স্নান করতে নামে। জোয়ারের তোড়ে সেও টাল সামলাতে না পেরে গঙ্গায় তলিয়ে যায়। ডিএমজি কর্মীরা তাদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে। তবে এখনওপর্যন্ত তাদের কোনও খোঁজ নেই।