সিঁদুরের রঙে সকলে রাঙিয়ে, উমা চললেন কৈলাসে
পুজো শেষ। ভাড়াক্রান্ত মনে এবার মাকে বিদায় দেওয়ার পালা। তবে পঞ্জিকা মতে গতকাল দশমী থাকলেও আজ একাদশীতেও দশমী পালন করছে আম বাঙালি।
ওয়েব ডেস্ক: পুজো শেষ। ভাড়াক্রান্ত মনে এবার মাকে বিদায় দেওয়ার পালা। তবে পঞ্জিকা মতে গতকাল দশমী থাকলেও আজ একাদশীতেও দশমী পালন করছে আম বাঙালি।
গতকাল সারাদিনই ছিল নবমীর মেজাজ। প্যান্ডেলে প্যান্ডেলে ছিল উপচে পড়া ভিড়। তবে রীতি মেনে বাড়ি ও আবাসনের বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন হয় গতকালই। তবে বারোয়ারি পুজোগুলিতে দেবী থাকবেন আরও দু'দিন। অনেক মন্ডপেই আজ সিঁদুর খেলা। পান, সুপারি, সিঁদুর, মিষ্টি দিয়ে মাকে বরণ করার পালা।
ঐতিহ্যের এই পুজোর অন্যতম আকর্ষণ সিদুঁর খেলা। এই দিনটার জন্যই সারাবছর প্রতীক্ষা করে থাকেন এয়োস্ত্রীরা। মাকে বিদায় দেওয়ার আগে একে অপরকে সিঁদুরের রঙে রাঙিয়ে সকলের মঙ্গল কামনায় মেতে ওঠা। আর মনে মনে বলা আবার এসো মা।