বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে তালা, আন্দোলনে কর্মচারীরা

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশিকার বিরুদ্ধে  আন্দোলনে নামল কর্মচারীদের সংগঠন। তাঁদের অভিযোগ, কোনও পক্ষের সঙ্গে পরামর্শ না করেই ওই নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। আদালতের নির্দেশের অজুহাতে নির্দেশিকা জারি করা হলেও, তাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব কিছু শর্ত চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ কর্মচারীদের।

Updated By: Sep 26, 2014, 03:34 PM IST
বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে তালা, আন্দোলনে কর্মচারীরা

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশিকার বিরুদ্ধে  আন্দোলনে নামল কর্মচারীদের সংগঠন। তাঁদের অভিযোগ, কোনও পক্ষের সঙ্গে পরামর্শ না করেই ওই নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। আদালতের নির্দেশের অজুহাতে নির্দেশিকা জারি করা হলেও, তাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব কিছু শর্ত চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ কর্মচারীদের।

তাঁদের অভিযোগ, দু নম্বর গেট বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কের কাজকর্ম করতেও সমস্যায় পড়ছেন তাঁরা। এদিকে, কর্মচারী সংগঠনের পাল্টা আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী কর্মচারীরাও। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে।

 

.