ফাঁকা ক্যাম্পাসে যাদবপুরে কড়া নিরাপত্তা বেষ্টনীতে এলেন উপাচার্য

ফাঁকা ক্যাম্পাস। কড়া নিরাপত্তা বেষ্টনী। এমনকী প্রশাসনিক ভবনের দরজায় লাগানো লোহার শিকল। যাদবপুর বিশ্ববিদ্যায়লের স্থায়ী উপাচার্য হিসেবে অভিজিত্‍ চক্রবর্তীর দ্বিতীয় দিনে এই ছবিটাই দেখা গেল ক্যাম্পাসে। শুক্রবারের মতো শনিবারও নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপে ক্যাম্পাসে ঢোকেন অভিজিত্‍ চক্রবর্তী। খানিকক্ষণ পরই অবশ্য ক্যাম্পাস ছাড়েন তিনি। যাদবপুরের স্থায়ী উপাচার্য হিসেবে প্রথমবার অভিজিত্‍ চক্রবর্তী ক্যাম্পাসে এসেছিলেন শুক্রবার। নিরাপত্তা কর্মী বেষ্টিত উপাচার্যের এক নজিরবিহীন প্রবেশ ও প্রস্থানের সাক্ষী হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Updated By: Oct 18, 2014, 05:30 PM IST
ফাঁকা ক্যাম্পাসে যাদবপুরে কড়া নিরাপত্তা বেষ্টনীতে এলেন উপাচার্য

কলকাতা: ফাঁকা ক্যাম্পাস। কড়া নিরাপত্তা বেষ্টনী। এমনকী প্রশাসনিক ভবনের দরজায় লাগানো লোহার শিকল। যাদবপুর বিশ্ববিদ্যায়লের স্থায়ী উপাচার্য হিসেবে অভিজিত্‍ চক্রবর্তীর দ্বিতীয় দিনে এই ছবিটাই দেখা গেল ক্যাম্পাসে। শুক্রবারের মতো শনিবারও নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপে ক্যাম্পাসে ঢোকেন অভিজিত্‍ চক্রবর্তী। খানিকক্ষণ পরই অবশ্য ক্যাম্পাস ছাড়েন তিনি। যাদবপুরের স্থায়ী উপাচার্য হিসেবে প্রথমবার অভিজিত্‍ চক্রবর্তী ক্যাম্পাসে এসেছিলেন শুক্রবার। নিরাপত্তা কর্মী বেষ্টিত উপাচার্যের এক নজিরবিহীন প্রবেশ ও প্রস্থানের সাক্ষী হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

সেই ছবিটা বদলাল না শনিবারও। একই ভাবে নিরাপত্তার ঘেরাটোপেই শনিবার ক্যাম্পাসে ঢোকেন নতুন উপাচার্য।

কেন এই আঁটোসাঁটো নিরাপত্তা? ক্যাম্পাসে থাকা গুটিকয় ছাত্রছাত্রীর মুখেই সেই জবাবটা শোনা যায়।

ছাত্র-ছাত্রীদের মতে  উনি আসলে ছাত্র আন্দোলনকে ভয় পাচ্ছেন।

শনিবার সামান্য সময়ই ক্যাম্পাসে ছিলেন অভিজিত্‍ চক্রবর্তী। কিছুক্ষণ থেকেই বেরিয়ে যান তিনি। বেরনোর সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবও কার্যত এড়িয়েই যান নতুন উপাচার্য।

শুক্রবার অবশ্য উপাচার্যের বিরুদ্ধে প্রতীকি অনশনে বসেছিলেন ছাত্রছাত্রীরা। কিন্তু শনিবার ক্যাম্পাস বন্ধ থাকায় ছিলেন না ছাত্রছাত্রীরা। তবুও সেই খা খা করতে থাকা ক্যাম্পাসেও নিরাপত্তার খামতি ছিল না। উপাচার্যকে ঘিরে নিরাপত্তা কর্মীরাতো ছিলই। এমনকী প্রশাসনিক  ভবনের মূল দরজাও লোহার শেকল দিয়ে আটকে দেওয়া হয়েছিল।

যাদবপুরে পুলিসি অভিযানের পর একমাস কেটে গিয়েছে। শুক্রবারই প্রথম কিছুটা সুর নরম করেছেন উপাচার্য। আন্দোলনরত ছাত্রীদের সন্তানসম বলে আলোচনারও আহ্বান জানিয়েছেন। তবুও সেই সন্তানসম ছাত্রীদের থেকেই উপাচার্যকে আড়াল করতে এত নিরাপত্তা কর্মী কেন? প্রশ্নটা উঠছে সব ঘেরাটোপ আলগা হওয়া কোনও লক্ষ্মণ দেখা যায়নি যাদবপুরে।

 

.