Barabazar: জলের পাইপ ফেটে বড়বাজারে রাস্তায় ধস, যানজটের আশঙ্কা

ইতিমধ্যে পাইপ সারাইয়ের কাজ শুরু করেছেন কলকাতা কর্পোরেশনের কর্মীরা। জানুন, কোন পথে যান চলাচল হচ্ছে

Updated By: May 14, 2022, 11:37 AM IST
Barabazar: জলের পাইপ ফেটে বড়বাজারে রাস্তায় ধস, যানজটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন: বড়বাজারে রাস্তায় ধস। মাটির তলায় জলের পাইপ ফেটে বিপত্তি। বেলা বাড়লে যানজটের আশঙ্কা। ইতিমধ্যে পাইপ সারাইয়ের কাজ শুরু করেছেন কলকাতা কর্পোরেশনের কর্মীরা।

জানা গিয়েছে, শনিবার সকালে বড়বাজারের নেতাজি সুভাষ রোডের রাস্তায় হঠাৎ ধস নামে। এরপর দেখা যায়, মাটির তলায় থাকা পুরনো জলের পাইপ ফেটে বিপত্তি ঘটেছে। এই ধসের ফলে হাওড়া-বিবাদী বাগের পথে যানজটের আশঙ্কা করা হচ্ছে। বেলা বাড়লে ওই এলাকায় যানজট হতে পারে বলে মনে করা হচ্ছে।

হাওড়া থেকে ডালহৌসির দিকে ব্রেবোর্ন ব্রিজ ধরে যাওয়া যেতে পারে। তবে ব্রেবোর্ন ব্রিজের নিচ থেকে বড়বাজারের যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। সেখান থেকে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিস। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় পাইপ সারাইয়ের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.