Durga Pujo: ঐতিহ্যশালী আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি চেয়ে UNESCO-র কাছে আবেদন রাজ্যের
বিশ্বের মাত্র ৬ দেশের উৎসব এই স্বীকৃতি পেয়েছে।
নিজস্ব প্রতিবেদন: দুয়ারে দুর্গাপুজো। UNESCO-র ঐতিহ্যশালী আন্তর্জাতিক উৎসবের তালিকায় কি এবার জায়গা পাবে বাঙালির শারদোৎসব? স্বীকৃতি আদায়ে ফের উদ্যোগ নিল রাজ্য সরকার। পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী বললেন, 'ব্রিটিশ আমলে মহিলা পরিচালিত পুজো নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল। বাঙালির দুর্গাপুজোকে 'ক্ষমতায়নের পুজো' হিসেবে দেখতেন দেশের তৎকালীন শাসকরা'।
নির্দিষ্ট কোনও ধর্ম-বর্ণ বা জাত-পাতের গণ্ডিতে আবদ্ধ নয়। দুর্গাপুজো মানে শুধুই উৎসব। দশভূজার অপূর্ব মূর্তি ৷ সৃদৃশ্য মণ্ডপ ৷ ঢাকের বাদ্যি ৷ নতুন জামা ৷ দেদার হুল্লোড়! বছর দুয়েক আগে বাঙালির এই উৎসবকে 'মেগা ফেস্টিভ্যাল' হিসেবে স্বীকৃতি দিয়েছিল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। এমনকী, ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’-র ভাবনা নজর কেড়েছিল UNESCO কর্তাদেরও। সেবার দুর্গাপুজোকে ঐতিহ্যশালী আন্তর্জাতিক উৎসবের তকমা দেওয়ার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু শেষপর্যন্ত তা আর হয়নি। এছর পুজোর আগে ফের একই আবেদন জানাতে চলেছে পর্যটন দফতর। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল,বলিভিয়ার মতো বিশ্বের মাত্র ৬ দেশের উৎসব এখনও পর্যন্ত UNESCO-র স্বীকৃতি পেয়েছে।
আরও পড়ুন: Darjeeling: পুজোয় নামতে পারে পর্যটকের ঢল, এমাসেই চালু হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন
এদিকে করোনার আতঙ্ক পিছু ছাড়েনি এখনও। প্রধানমন্ত্রীর দফতরে জাতীয় বিপর্যয় মোকাবিলা ইনস্টিটিউট বা NIDM রিপোর্ট দিয়েছে যে, অক্টোবরেই শীর্ষে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউ (Third Wave)। এমনকী বড়দের মতো সমান তালে আক্রান্ত হতে পারে শিশুরাও (children)। উৎসবের মরশুমে করোনা মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছে ফোরাম ফর দুর্গোৎসব। জানানো হয়েছে, টিকার প্রথম ডোজ না নেওয়া থাকলে মণ্ডপে প্রবেশ করা যাবে না। টিকার জোড়া ডোজ আবশ্যক পুজো কমিটির সদস্য়দের জন্যও।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)