আজও উত্তপ্ত বিধানসভা, প্রতিবাদে পথে নামছে বাম ও কংগ্রেস

মান্নানকে হেনস্থার অভিযোগ। আজও উত্তপ্ত বিধানসভা। অধিবেশন বয়কট করে সকাল থেকে যৌথ বিক্ষোভে সামিল বাম ও কংগ্রেস। মিছিল করে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির তলায় অবস্থানে সামিল হন বিরোধী বিধায়করা। পাশাপাশি সরকারি সম্পত্তি সংক্রান্ত বিলের তীব্র সমালোচনা করেন তাঁরা।

Updated By: Feb 9, 2017, 01:29 PM IST
আজও উত্তপ্ত বিধানসভা, প্রতিবাদে পথে নামছে বাম ও কংগ্রেস

ওয়েব ডেস্ক : মান্নানকে হেনস্থার অভিযোগ। আজও উত্তপ্ত বিধানসভা। অধিবেশন বয়কট করে সকাল থেকে যৌথ বিক্ষোভে সামিল বাম ও কংগ্রেস। মিছিল করে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির তলায় অবস্থানে সামিল হন বিরোধী বিধায়করা। পাশাপাশি সরকারি সম্পত্তি সংক্রান্ত বিলের তীব্র সমালোচনা করেন তাঁরা।

বিধানসভা কাণ্ডের প্রতিবাদে পথে নামছে বাম ও কংগ্রেস। বিকেলে ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত মিছিল করবেন বামেরা। মিছিলে থাকতে পারেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বাম দলগুলির শীর্ষ নেতৃত্ব।  রাজভবন ও বিধানসভার সামনে মিছিল করবে যুব কংগ্রেস। মিছিলে থাকবেন ছাত্র ও মহিলারাও।

আজকের পর আগামিকালও বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিরোধীরা। আগামিকাল রাজ্য বিধানসভার সামনে ধরনায় বসবেন অধীর চৌধুরী।

আরও পড়ুন, সুজন চক্রবর্তীর 'বলপ্রয়োগের' অভিযোগ; পাল্টা হুঁশিয়ারি পার্থ চ্যাটার্জির

.