নিমতায় BJP কর্মীর বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় চার্জশিট পেশ পুলিসের

নিমতায় বিজেপি কর্মী গোপাল মজুমদার বাড়িতে ঢুকে তাঁর ৮৫ বছরের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে।

Updated By: Mar 4, 2021, 07:18 PM IST
নিমতায় BJP কর্মীর বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় চার্জশিট পেশ পুলিসের

নিজস্ব প্রতিবেদন: নিমতায় (Nimta) ৮৫ বছরের বৃদ্ধাকে মারধরের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিল বারাকপুর সিটি পুলিস (Barrackpore City Police)। অভিযুক্তরা সকলেই আদালতে আত্মসমর্পণ করেছে।  

দিন কয়েক আগে উত্তর দমদম বিধানসভার নিমতার (Nimta) ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী গোপাল মজুমদার (Gopal Majumdar) বাড়িতে ঢুকে তাঁর ৮৫ বছরের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। গোপালেরও শারীরিক সমস্যা রয়েছে। পরিজনরা জানিয়েছিলেন, 'বেশ কয়েকজন ঢুকে পড়েছিল বাড়িতে। এলোপাথাড়ি মারতে শুরু করে। গোপালের  বৃদ্ধা মা শুভা মজুমদার (Subha Majumdar) জানান, 'তৃণমূলের লোকজন ছেলেকে মারধর করেছে। আমাকেও মেরেছে ওরা।' ওই ঘটনায় চার্জশিট পেশ করেছে বারাকপুর সিটি পুলিস। অভিযুক্ত ৫জনের নাম রয়েছে চার্জশিটে। তাঁরা সকলেই আদালতে আত্মসমর্পণ করেছে।               

ঘটনায় দলীয় যোগের কথা অস্বীকার করেছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) টুইটে দাবি করেছেন, ঘটনাটি পারিবারিক বিবাদের জের। একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, নাতি গোবিন্দ মজুমদার বলছেন,'দিদার উপরে হামলা করা হয়নি। ৩ বছর ধরে তিনি শয্যাশায়ী।' তবে বৃদ্ধার ছবি দিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। সোমবার নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি (BJP)। মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল বলেছেন,'ঘটনায় নিন্দার ভাষা নেই। রাজ্যে তৃণমূলের সন্ত্রাস চলছে।'     

আরও পড়ুন- Modi-Shah আজ্ঞা দিলেই নন্দীগ্রামে Mamata বনাম Suvendu

.