তৃণমূলে যোগ দিলেন Aditi Munshi, এবার কি প্রার্থীও?

 ''দিদিই (মমতা বন্দ্যোপাধ্যায়) প্রকৃত বাংলার রূপকার। দিদির কথা শিরোধার্য করেই কাজ করতে চাই।'' বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর একথাই বললেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। 

Updated By: Mar 4, 2021, 05:36 PM IST
তৃণমূলে যোগ দিলেন Aditi Munshi, এবার কি প্রার্থীও?

নিজস্ব প্রতিবেদন : ''দিদিই (মমতা বন্দ্যোপাধ্যায়) প্রকৃত বাংলার রূপকার। দিদির কথা শিরোধার্য করেই কাজ করতে চাই।'' বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর একথাই বললেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। 

এদিন দমদমের সাংসদ সৌগত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন অদিতি মুন্সি। শিল্পীর হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটেও লড়তে পারেন অদিতি। শোনা যাচ্ছে, রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে পারেন তিনি। সেক্ষেত্রে সঙ্গীতশিল্পীকে লড়াই করতে হবে বামপ্রার্থী সপ্তর্ষি দেব ও বিজেপির শমীক ভট্টাচার্যের বিপরীতে।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস যোগ দিয়ে অদিতি মুন্সি বলেন, ''প্রাণের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞ উনি আমাকে দলের একজন হওয়ার যোগ্য মনে করেছেন। দিদি সঙ্গীতশিল্পীদের কথা ভাবেন, বাংলার শিল্পকে বাঁচিয়ে রাখার কথা ওঁর মতো করে আর কেউ ভাবেন না। আমি আমার শ্বশুরমশাই ও স্বামী দেবরাজ চক্রবর্তীকে দলের হয়ে কাজ করতে দেখেছি। মানুষের পাশে দাঁড়াতে দেখেছি। মানুষের হয়ে কাজ করার আনন্দ আমিও উপভোগ করতে চাই।  দিদি আমায় যেভাবে নির্দেশ দেবেন, সেকথা শিরোধার্য করেই কাজ করব। মানুষের কাছ থেকে শিল্পী হিসাবে অনেক ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা, আশীর্বাদ নিয়েই এগোব।''

সবশেষে সৌগত রায়ের অনুরোধে প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খালি গলায় অদিতি গেয়ে শোনান 'ছেড়ে দিলে সোনার গৌড়' গানটি। 

.