WB election 2021: একুশের ভোটে নজরে OBC, ২১ মার্চ ইশতাহার প্রকাশ BJP-র
সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি।
মৌপিয়া নন্দী(ডেপুটি এডিটর): OBC-তে বিশেষ নজর। বাদ গেলেন না কৃষক, ST, SC-রাও। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি। ২১ মার্চ বিধানসভার ভোটের ইশতাহার প্রকাশ করতে চলেছে বিজেপি।
এক নজরে গেরুয়া ইশতাহার:
------------
পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বকেয়া ১৮ হাজার টাকা প্রদান।
৮ লক্ষ মৎস্যজীবীকে বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য।
মৎস্যজীবীদের জন্য় আলাদা দফতর।
মৎস্যজাত পণ্যের জন্য সংস্থা তৈরি।
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু।
সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন।
OBC কোটায় হিন্দু OBC-দের জন্য সংরক্ষণ।
ST-র জন্য মণ্ডল কমিশনের সুপারিশ কার্যকর।
আরও পড়ুন: WB Assembly Election 2021: ১৯, ২০ তারিখ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, মাসের শেষেই প্রচার নেত্রীর
জানা গিয়েছে, রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলির প্রতিটি ব্লকে স্কুল তৈরি, ঝাড়গ্রামে রঘুনাথ মুর্মু বিশ্ববিদ্যালয়-সহ আদিবাসীদের উন্নয়ন কর্মসূচির উল্লেখ থাকছে বিজেপির ইশতাহারে। 'বঞ্চিত' হবেন না রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। ইশতাহারে যেমন আধা সামরিক বাহিনীতে 'নারায়ণী সেনা' নামে আলাদা ব্যাটেলিয়ন তৈরির কথা বলা হয়েছে, তেমনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মতুয়ার সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য থাকছে স্কলারশিপের প্রতিশ্রুতিও। বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হবে। কলকাতায় বস্তিবাসীদের জন্য তৈরি করা হবে পাকাবাড়ি। এককথায়, দলের ইশতাহারে সমাজের সর্বস্তরের মানুষের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়াশিবির।