'অসত্য বলছেন CM, DVC-র স্টেকহোল্ডার রাজ্যও', প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন Suvendu

বুধবার বানভাসি আমতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিশানা করেছিলেন ডিভিসি-কে (DVC)। 

Updated By: Aug 5, 2021, 08:44 PM IST
'অসত্য বলছেন CM, DVC-র স্টেকহোল্ডার রাজ্যও', প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন Suvendu

নিজস্ব প্রতিবেদন: 'ম্যান মেড বন্যা' বলে ডিভিসি-কে দুষে প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তার পাল্টা চিঠি দিতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন,'অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী। আমিও প্রধানমন্ত্রীকে চিঠি দেব। কলকাতা ও বিধাননগরে দুয়ারে নর্দমা প্রকল্প চালু করেছেন।'      
     
বুধবার বানভাসি আমতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিশানা করেছিলেন ডিভিসি-কে (DVC)। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর চিঠিতে মমতা (Mamata Banerjee) লিখেছিলেন,'ডিভিসির ইচ্ছে মতো জল ছাড়ার কারণে ২০১৫, ২০১৭, ২০১৯-র পর ফের এ বছর রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হল।' মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) দাবি খারিজ করে এ দিন শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, 'ডিভিসির নামে অসত্য কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আমিও কয়েক মাস সেচমন্ত্রী ছিলাম। ডিভিসির স্টেকহোল্ডার তো রাজ্য সরকারও। আপনি কেন্দ্রকে দায়ী করছেন কেন? আপনার জেলাশাসক, বিডিও, সেচ দফতর কোথায় মাইকিং করেছে? একটা জায়গা দেখান। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন।'

মোদীকে চিঠি দেওয়ার কথাও জানান শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর কথায়,'আমিও প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখছি। বন্যার দুর্ভোগ নিয়ে জানাব। কলকাতা ও বিধাননগরে 'দুয়ারে নর্দমার জল' প্রকল্প চালু হয়েছে। এজন্য দায়ী রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী।'

আরও পড়ুন- Vaccine জোগানে ব্যর্থ কেন্দ্র, টিকাকরণে সেরা বাংলা, জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.