Vaccine জোগানে ব্যর্থ কেন্দ্র, টিকাকরণে সেরা বাংলা, জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ
রাজ্যকে প্রয়োজনীয় টিকা দেওয়া হচ্ছে না বলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: বাংলায় টিকা নষ্ট নগণ্য। দেশের মধ্যে সেরা টিকাকরণ। নবান্নে এসে বলে গেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee)। তাঁর কথা ধরেই মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান, এ রাজ্যে টিকা নষ্ট হয়নি। বাংলা দেশের সেরা।
রাজ্যকে প্রয়োজনীয় টিকা দেওয়া হচ্ছে না বলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এনিয়ে তাঁর কাছে পরিসংখ্যান নেই। তবে দেশে পর্যাপ্ত টিকার জোগান কেন্দ্রীয় সরকার দিতে পারছে না বলে মনে করেন অভিজিৎ। তাঁর কথায়, 'টিকার জোগান দিতে পারছে না কেন্দ্র। সারা দেশে পর্যাপ্ত টিকা থাকলে দাবি-পাল্টা দাবি উঠত না। প্রতিশ্রুতিমতো সরবরাহ করতে পারছে না।' একই সঙ্গে বাংলার প্রশংসা করে তিনি বললেন,'বাংলায় টিকা নষ্ট হচ্ছে না। যা দেশের মধ্যে সেরা। এ বিষয়টি লক্ষ্য রেখেছেন স্বাস্থ্য সচিব।'
তার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'আমরা টিকা নষ্ট করছি না। বাংলা দেশের মধ্যে সেরা। প্রতিদিন ১১ লক্ষ টিকা দিতে পারি। কেন্দ্র পর্যাপ্ত টিকা না দেওয়ায় দিচ্ছি ৩-৪ লক্ষ। সবাইকে অনুরোধ করব ধৈর্য্য রাখুন। আস্তে আস্তে দেওয়া হবে।'
আরও পড়ুন- Covid-19: বাংলার চেয়ে কম জনসংখ্যা, অথচ দ্বিগুণ টিকা পেয়েছে গুজরাট: Mamata