পশ্চিমবঙ্গ বৃত্তিমুলক শাখার দ্বাদশ শ্রেণীতে পাশের হার ৮২.৭৩%

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বৃত্তিমূলক বা WBCHSE (West Bengal Council Of Higher Secondary Education)  পরীক্ষার ফলাফল।

Updated By: May 25, 2015, 04:32 PM IST

ওয়েব ডেস্ক:

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ বৃত্তিমুলক শাখার দ্বাদশ শ্রেণীর -WBCHSE (West Bengal Council Of Higher Secondary Education) পরীক্ষার ফলাফল। আজ দুপুর ৪টা এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। মোট ৩৭,৩৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে সফল পরীক্ষার্থীর সংখ্যা ৩০,৮৮৮। পাশের হার ৮২.৭৩ শতাংশ। সফল ছাত্রদের সংখ্যা ২৩,৩০০৩, ছাত্রীদের সংখ্যা ৭,৫৮৫ জন। ছেলেদের পাশের হার ৮১.৮৩। মেয়েদের পাশের হার ৮৫.৬০। প্রতিষ্ঠানগত ফলাফলের তালিকা, মার্কশিট আগামিকাল, মঙ্গলবার বেলা ৩টে থেকে নোডাল সেন্টার থেকে বিতরণ করা হবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানুন এইভাবে-Typespace send it to 5676750

.