মেঘলা আকাশে মুখ ঢেকেছে রাজ্য, ২৪ ঘণ্টা চলবে বৃষ্টি
পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টা এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে গতকাল থেকেই লাগাতার চলছে বৃষ্টি। রাজ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে। কিছুটা কমবে দিন ও রাতের তাপমাত্রাও।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টা এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে গতকাল থেকেই লাগাতার চলছে বৃষ্টি। রাজ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে। কিছুটা কমবে দিন ও রাতের তাপমাত্রাও।
শীত যে রাজ্য থেকে বিদায় নিয়েছে, এখনও আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাটা হয়নি। সরস্বতী পুজোর আগে চোরাগোপ্তা উত্তুরে হাওয়া, ঝকঝকে আকাশ মনের কোণে একটু হলেও আশা জাগিয়েছিল। হয়তো ঘুরে দাঁড়াবে অতিথি ঋতু। সেই আশাকে একটু উস্কে দিয়েছে রবিবার সকাল থেকে মুখ ভার করা আকাশ আর মাঝেমধ্যে কয়েক পশলা হালকা বৃষ্টি। রোদ উঠলে কি ফিরবে শীত?
রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসা পশ্চিমি ঝঞ্ঝার জেরেই এই বৃষ্টি। বায়ুমণ্ডলের উপরিভাগে রয়েছে দুটি নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, সোমবার পর্যন্ত মেঘলা থাকবে আকাশ।