West Bengal assembly election results 2021: বুধ-সকালে রাজভবনে শপথপাঠ মমতার
বুধবার রাজভবনে বেলা ১১টা নাগাদ এই অনুষ্ঠান।
![West Bengal assembly election results 2021: বুধ-সকালে রাজভবনে শপথপাঠ মমতার West Bengal assembly election results 2021: বুধ-সকালে রাজভবনে শপথপাঠ মমতার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/04/318991-oath.jpg)
নিজস্ব প্রতিবেদন: বুধবার , ৫ মে রাজভবনে শপথ নেবেন তৃতীয়বারের জন্য নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী কাল, বুধবার। ৫০ জন বসার মতো ব্যবস্থা রেখে এই আয়োজন। রাজভবনে (rajbhawan) শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সাংবাদিকেরা থাকবেন মার্বেল হলে। কোভিড প্রোটোকল (covid protocol) অনুযায়ী নির্ধারিত সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনেই হবে শপথগ্রহণ।
তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় শুধু তাঁরই শপথ। সব কিছু ঠিক থাকলে বাকি মন্ত্রিসভার শপথ হতে পারে রবিবার, ৯ মে। তার আগে ৬ ও ৭ মে নব-নির্বাচিতদের বিধায়ক পদে শপথগ্রহণ হবে।
বুধবার রাজভবনে বেলা ১১টা নাগাদ এই অনুষ্ঠান। করোনা পরিস্থিতির জন্য শপথ অনুষ্ঠান অনাড়ম্বর রাখার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছেন মমতা। সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ সেরে প্রথামাফিক দ্বিতীয় দফার সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: অক্সিজেনের ঘটতি মেটাতে স্বাস্থ্য দফতর জারি করল নতুন নির্দেশিকা