West Bengal Election 2021: Paayel-র পাশের কেন্দ্রে BJP প্রার্থী Srabanti, বালিতে Baishali

যশ, পায়েল, পার্নোর সঙ্গে প্রার্থী শ্রাবন্তীও। 

Updated By: Mar 18, 2021, 06:59 PM IST
West Bengal Election 2021: Paayel-র পাশের কেন্দ্রে BJP প্রার্থী Srabanti, বালিতে Baishali

নিজস্ব প্রতিবেদন: বেহালা পূর্বে বিজেপি প্রার্থী পায়েল সরকার (Paayel Sarkar)। পাশের কেন্দ্র বেহালা পশ্চিমে বিজেপির টিকিট পেলেন টলিউডে তাঁর সতীর্থ শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বালিতে প্রার্থী হলেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। গতবার এই কেন্দ্রেই তৃণমূলের হয়ে দাঁড়িয়ে জিতেছিলেন তিনি। কয়েকদিন আগে গেরুয়া শিবিরে নাম লেখান বৈশালী (Baishali Dalmiya)। 

 বৃহস্পতিবার প্রার্থীতালিকা (BJP Candidates List) ঘোষণা করেছে বিজেপি। নাটাবাড়ি থেকে প্রার্থী হয়েছেন মিহির গোস্বামী (Mihir Goswami)। আলিপুরদুয়ারে প্রার্থীবদল। সেখানে সুমন কাঞ্জিলাল হয়েছেন বিজেপি প্রার্থী। শিবপুরে বিজেপি টিকিট দিয়েছেন তৃণমূল থেকে আসা রথীন্দ্রনাথ চক্রবর্তীকে। 

এ দিন প্রার্থীতালিকায় শ্রাবন্তী ছাড়াও রয়েছেন অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে তাঁর টক্কর। বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্র। ময়নাগুড়ি থেকে বিজেপির টিকিটে ভোটে লড়বেন কৌশিক রায়। মমতার ছেড়ে যাওয়া ভবানীপুরে প্রার্থী হয়েছেন রুদ্রনীল ঘোষ।

ইতিমধ্যেই খড়গপুর সদরে প্রার্থী হিরণ, বেহালা পূর্বে পায়েল সরকার ও হুগলির চণ্ডীতলায় যশকে প্রার্থী করেছে বিজেপি।

আরও পড়ুন- West Bengal Election 2021: বিড়ম্বনার এক শেষ! শিখা মিত্রের নাম ঘোষণা BJP-র, অস্বীকার সোমেন-জায়ার

.