West Bengal Election 2021: Mamata-র ছেড়ে যাওয়া ভবানীপুরে BJP প্রার্থী Rudranil

অতিসম্প্রতি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন রুদ্রনীল ঘোষ।

Updated By: Mar 18, 2021, 07:11 PM IST
West Bengal Election 2021: Mamata-র ছেড়ে যাওয়া ভবানীপুরে BJP প্রার্থী Rudranil

নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুরের মতো 'টাফ সিটে' বিজেপি কাকে প্রার্থী করবে, সেনিয়ে চলছিল জল্পনা। সেই জল্পনার অবসান হল বৃহস্পতিবার। দিল্লিতে সাংবাদিক বৈঠকে ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষের নাম ঘোষণা করলেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।           

ভবানীপুরে প্রার্থী হওয়ার পর Zee ২৪ ঘণ্টাকে রুদ্রনীল (Rudranil Ghosh) বলেন, 'দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিধায়কের উপরে বীতশ্রদ্ধ হতে শুরু করেছিলেন ভবানীপুরের মানুষ। আমি বলব, কর্মী হিসেবে কাজ করার জন্য যে কোনও কাজ চ্যালেঞ্জিং। ভবানীপুর জিততে পারবেন না বলেই চলে গিয়েছেন মমতা। ওরা বলছে খেলা হবে। আমরা বলছি, হাসপাতাল হবে, চাকরি হবে, ব্যবসা হবে।'
     
অতিসম্প্রতি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তৃণমূল ছেড়ে তাঁর গেরুয়া শিবিরে যোগদান নিয়ে চলেছিল বিস্তর জলঘোলা হয়েছিল। অভিনেতার গায়ে 'সুবিধাবাদী' তকমাও দিয়েছেন অনেকে।  

আরও পড়ুন- West Bengal Election 2021: Paayel-র পাশের কেন্দ্রে BJP প্রার্থী Srabanti, বালিতে Baishali

.