West Bengal Election 2021:'ডেড বডিগুলো নিয়ে র‍্যালি, এসপি-আইসিকে ফাঁসাতে হবে', Mamata-র ফোনালাপ ফাঁস BJP-র

বিজেপির প্রকাশিত অডিয়োক্লিপে বোঝা যাচ্ছে, শীতলকুচির ঘটনার পর প্রার্থী তথা দলের সভাপতি পার্থপ্রতিম রায়কে ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Updated By: Apr 16, 2021, 07:14 PM IST
West Bengal Election 2021:'ডেড বডিগুলো নিয়ে র‍্যালি, এসপি-আইসিকে ফাঁসাতে হবে', Mamata-র ফোনালাপ ফাঁস BJP-র

নিজস্ব প্রতিবেদন: পঞ্চম দফার নির্বাচনের আগেরদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটা ফোনালাপ ফাঁস করল বিজেপি (BJP)। আইটি সেলের প্রধান অমিত মালব্যর (Amit Malviya) দাবি, শীতলকুচির মৃত্যু নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছেন তৃণমূল নেত্রী। অডিয়োক্লিপটির সত্যতা অবশ্য যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা ডিজিটাল।

বিজেপির প্রকাশিত অডিয়োক্লিপে বোঝা যাচ্ছে, শীতলকুচির ঘটনার পর প্রার্থী তথা দলের সভাপতি পার্থপ্রতিম রায়কে ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেখে নিন ফোনালাপের অনুলিপি-       

পার্থ প্রতিম: হ্যাঁ দিদি হ্যালো। 
মমতা: মাথা ঠান্ডা করে ভোটটা কর তারপর এর বিচার আমরা করে দেব।
পার্থ প্রতিম: একদম। 
মমতা: সবকটাকে অ্যারেস্ট করাব, সবকটা সিআরপিএফকে। ডেড বডিগুলোকে এখন রেখে দাও। কালকে ডেড বডিগুলো নিয়ে র‍্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না।
পার্থপ্রতিম: ঠিক ঠিক
মমতা : সব পড়ে থাকবে, আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। 
পার্থপ্রতিম: একদম একদম দিদি। 
মমতা : চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, হেরে যাও। 
পার্থপ্রতিম: একদম একদম আমি ফিল্ডে পড়ে আছি। 
মমতা: এটা কারা করেছে? সিআরপিএফ?
পার্থপ্রতিম : সিআরপিএফ সিআরপিএফ।
মমতা : ওই লোকগুলো কারা?
পার্থপ্রতিম : আমাদেরই লোক আমাদেরই লোক। 
মমতা : তুমি এক কাজ করো পুরো এফআইআর করবে। ল ইয়ারকে দিয়ে, নিজের ইচ্ছামত করবে না।
পার্থপ্রতিম : ওকে ওকে দিদি। 
মমতা : এফআইআর বাড়ির লোক যেটা করবে সেটা আমি বলে দেব আফটার ইলেকশন। 
পার্থপ্রতিম : ঠিক ঠিক। 
মমতা : এখনই পুলিশ স্টেটমেন্ট নিতে গেলে নেবে না। ভালো করে এফআইআর করতে হবে ল'ইয়ার-এর সাথে কনসাল্ট করে।
পার্থপ্রতিম : ঠিক আছে। 
 মমতা : যাতে কম্যান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা ফাঁসে।
পার্থপ্রতিম : হ্যাঁ হ্যাঁ।  
মমতা: এসপিকেও ফাঁসাতে হবে আইসিকেও ফাঁসাতে হবে।  
পার্থপ্রতিম: ঠিক ঠিক। 
মমতা : এখন মাথা ঠান্ডা করে ভোট করে দাও এজেন্টের স্ট্রেন্থ দাও। 
পার্থপ্রতিম : একদম। 
মমতা:  নিশ্চিন্তে কাজ করো। 
পার্থপ্রতিম : সব বুথে এজেন্টরা যাতে থাকে। 
মমতা : তুই দু'একবার করে যা আর গিয়ে বলে দে। 
পার্থপ্রতিম : আমি যাচ্ছি প্রত্যেক জায়গায় যাচ্ছি । 
মমতা :  চারদিকে মানুষকে  গিয়ে বলে দে চিন্তা করার কোনো কারণ নেই, ভোট যাতে  না দিতে পারেন তার জন্য এরা এমন করছে। 
পার্থপ্রতিম : একদম একদম দিদি কোন চিন্তা নেই। 
 মমতা : ওরা এনপিআর করবে ডিটেনশন ক্যাম্প করবে তাই এরকম করছে ।
পার্থপ্রতিম :ঠিক আছে আমি দেখে নিচ্ছি।
মমতা : হ্যাঁ।

অডিয়োক্লিপটি প্রকাশ করে অমিত মালব্য (Amit Malviya) বলেন, 'রাজনৈতিক লাভের উদ্দেশ্যে মৃতদেহ নিয়ে মিছিল করতে চাইছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী। নির্বাচনকে সাম্প্রদায়িক রং দিতে এই পরিকল্পনা করেছেন। এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা! তাহলে রাজ্যের হাল কী হতে পারে! ওঁর পরিকল্পনা সফল হলে রাজ্যে দাঙ্গা লাগতে পারত। সংখ্যালঘু তোষণ করছেন উনি। সিআরপিএফ সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করল, বাহবা দেওয়ার বদলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন মমতা। এনপিআর ও ডিটেনশন ক্যাম্পের কোনও পরিকল্পনাই নেই। অথচ এটা প্রচার করে সংখ্যালঘুদের মনে ভয় ধরাতে চাইছেন। অপরাধীর মতো ভাবনাচিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।'   

আরও পড়ুন- কমিশনে সর্বদলে তিন দফার ভোট একসঙ্গে করার দাবি TMC-র, সহমত নয় CPM-BJP  

.