Covid 19: বাড়ছে কোভিড, বাড়াবাড়ির আগেই ফের মাস্ক বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য
নবান্ন সূত্রে খবর, মাস্ক পরতে হবে না, এমন কোনও নির্দেশিকা রাজ্য কখনই দেয়নি। বরং কোভিড নিয়ে দেওয়া সর্বশেষ নির্দেশে মাস্ক পরে থাকার কথাই বলা হয়েছিল। কিন্তু কোভিড কমে যাওয়ায় এখন আর অনেকেই মাস্ক পরেন না। তেমন কড়াকড়িও নেই।
নিজস্ব প্রতিবেদন: ধীরে হলেও বাড়ছে কোভিড। ঝুঁকি নিতে চায়না রাজ্য সরকার। তাই ফের মাস্ক পরা বাধ্যতামূলক করতে চলেছে নবান্ন।
নবান্ন সূত্রে খবর, মাস্ক পরতে হবে না, এমন কোনও নির্দেশিকা রাজ্য কখনই দেয়নি। বরং কোভিড নিয়ে দেওয়া সর্বশেষ নির্দেশে মাস্ক পরে থাকার কথাই বলা হয়েছিল। কিন্তু কোভিড কমে যাওয়ায় এখন আর অনেকেই মাস্ক পরেন না। তেমন কড়াকড়িও নেই। নবান্ন সূত্রে খবর, এবার নতুন করে নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার। চলতি সপ্তাহেই নির্দেশিকা জারি হতে পারে।
চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই, ভারতে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ২৪০ জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন। সক্রিয় রোগীর সংখ্য়া বেড়ে হয়েছে ৩২ হাজার ৪৯৮টি। সরকারি হসেব বলছে, গত ২৪ ঘন্টায় দেশে ৮ জনের করোনায় মৃত্যু হয়েছে। বুধবারের তুলনায় দেশে ৪০ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ ।