যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ছাত্রীকে জোর করে টেনে হোস্টেলে নিয়ে গেল দশ ছাত্র
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয়েছে বলেই অভিযোগ। দশজন ছাত্রের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
ওয়েব ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয়েছে বলেই অভিযোগ। দশজন ছাত্রের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
ছাত্রী নিগ্রহের অভিযোগ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর অভিযোগ, ২৮ তারিখ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালীনই তাকে জোর করে হস্টেলে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়েরই দশ পড়ুয়া। সেখানে তাকে মাদক খাওয়ানোর চেষ্টা হয়। এরপর হস্টেলেই তার শ্লীলতাহানি করা হয়। ছাত্রীর অভিযোগ মানতে রাজি হয়নি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। তাদের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন এক যুবকের সঙ্গে অশালীন অবস্থায় দেখা গিয়েছিল ওই ছাত্রীকে ।
এই ঘটনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান হস্টেলের ছাত্ররা। এরপরেই ওই ছাত্রীর সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে হস্টেলের কয়েকজন ছাত্র। তারা ওই ছাত্রীকে মারধর করে বলেও অভিযোগ। সোমবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রী। গোটা ঘটনায় উপাচার্যের কাছে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনই এই ঘটনায় কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তাঁরা জানিয়েছেন, তদন্তে প্রকৃত ঘটনা জানার পরেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।