শিগগিরি ডিজিটাইজড হচ্ছে বিধানসভার গ্রন্থাগার
প্রযুক্তির ছোঁয়া বিধানসভার লাইব্রেরিতে। ঢাউস খাতার দিন শেষ। শিগগিরি ডিজিটাইজড হচ্ছে বিধানসভার গ্রন্থাগার। তারপর চলে আসবে অ্যাপসে। এক্কেবারে আম জনতার হাতের মুঠোয়।বিধানসভা। ইতিহাসের নানা ওঠাপড়ার সাক্ষী। বিধান রায়-প্রফুল্ল সেন-সিদ্ধার্থশংকর রায়-জ্যোতি বসু- থেকে বুদ্ধদেব ভট্টাচার্য - মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন্ন সময়। ভিন্ন মুখ্যমন্ত্রী। ভূমি সংস্কার বিল কিংবা অপারেশ বর্গা। নানা ইস্যুতে বিধায়কদের তর্ক-বিতর্কের হাতিয়ার জুগিয়েছে বিধানসভার লাইব্রেরি। বহু ইতিহাসের সাক্ষী এই লাইব্রেরি। গ্রন্থাগারের প্রাচীন শরীরে এবার প্রযুক্তির ছোঁয়া। ডিজিটাইজড হচ্ছে বিধানসভার লাইব্রেরি। বিধানসভায় দাঁড়িয়ে বলা বিধায়কদের সব বক্তব্যের রেকর্ডই রয়েছে বিধানসভার লাইব্রেরিতে।এখন তা বন্দি বইয়ের আকারে লাইব্রেরির ঢাউস তাকে।ধুলো আস্তরণ সরিয়ে সেখান থেকে রেফারেন্স বের করে আনা সত্যি চ্যালেঞ্জ।পরিসংখ্যান বলছে...এই সমস্যার জন্যই। ২৯৪ জন বিধায়কের মধ্যে মাত্র ১০% এই মুহুর্তে লাইব্রেরি ব্যবহার করেন।