দলের অনুষ্ঠানে কি তাহলে ব্রাত্য হয়ে গেলেন মদন মিত্র?
দলের ঘোষিত কোনও অনুষ্ঠানে তাঁকে এখন দেখা যায় না। তৃণমূল ভবনেও তাঁর পা পড়ে না। কামারহাটিতে দু-একবার তাঁকে দেখা গেলেও দলের অন্য কোনও অনুষ্ঠানে তাহলে কি ব্রাত্য মদন মিত্র? জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে এই প্রশ্নটাই ঘুরছে তাঁর সঙ্গে। রবিবারও পিজিতে অরূপ বিশ্বাসের অসুস্থ মাকে দেখতে গিয়েও এই প্রশ্ন পিছু ছাড়ল না। সযত্নে, কৌশলে উত্তর দিলেন মদন মিত্র। তাঁর মতে, রাজনীতিটা টাইমিংয়ের ব্যাপার। নিজের বাড়িতে ঢুকতে কারও ডাকের প্রয়োজন পড়ে না। উত্তর কৌশলী মদনের।
![দলের অনুষ্ঠানে কি তাহলে ব্রাত্য হয়ে গেলেন মদন মিত্র? দলের অনুষ্ঠানে কি তাহলে ব্রাত্য হয়ে গেলেন মদন মিত্র?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/19/79050-madan-19-2-17.jpg)
ওয়েব ডেস্ক: দলের ঘোষিত কোনও অনুষ্ঠানে তাঁকে এখন দেখা যায় না। তৃণমূল ভবনেও তাঁর পা পড়ে না। কামারহাটিতে দু-একবার তাঁকে দেখা গেলেও দলের অন্য কোনও অনুষ্ঠানে তাহলে কি ব্রাত্য মদন মিত্র? জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে এই প্রশ্নটাই ঘুরছে তাঁর সঙ্গে। রবিবারও পিজিতে অরূপ বিশ্বাসের অসুস্থ মাকে দেখতে গিয়েও এই প্রশ্ন পিছু ছাড়ল না। সযত্নে, কৌশলে উত্তর দিলেন মদন মিত্র। তাঁর মতে, রাজনীতিটা টাইমিংয়ের ব্যাপার। নিজের বাড়িতে ঢুকতে কারও ডাকের প্রয়োজন পড়ে না। উত্তর কৌশলী মদনের।
আরও পড়ুন