নিজস্ব প্রতিবেদন : "এটাই আমার জীবনের ব্রত। আবার উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। মৃত্যু পর্যন্ত নিজের জীবন দিয়ে তাঁর এই বিশ্বাস, ভরসার মর্যাদা রাখব।" কলকাতা পুরসভার পরবর্তী মেয়র হিসেবে নাম ঘোষণার পরই প্রথম প্রতিক্রিয়ায় বললেন ফিরহাদ হাকিম। আজ মহারাষ্ট্র নিবাসে দলীয় বৈঠক থেকে কলকাতা পুরসভার পরবর্তী মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ডেপুটি মেয়র হিসেবে অতীন ঘোষ ও চেয়ারপারসন হিসেবে মালা রায়ের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেয়র হিসেবে তাঁর পরিকল্পনা কী? কলকাতার উন্নয়নে কোন কোন দিকে নজর দেবেন নতুন মেয়র? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানান যে, মেয়র হিসেবে কাজের পরিকল্পনা শপথগ্রহণের পরই জানাবেন। তবে ইশতেহারে যা যা বলা হয়েছে তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। সেটাই তাঁর কাছে 'প্রায়োরিটি'। অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলিকে পূরণ করা হবে। এবার নতুন বোরো চেয়ারম্যানদের মধ্যে রয়েছে বেশ কিছু নতুন মুখ। সেই প্রসঙ্গে নতুন মেয়র বলেন, "সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।" ফিরহাদ হাকিম বলেন, "যাঁরা জয়ী হতে পারেননি, তাঁরা সবাই আমার দলের কর্মী। যাঁরা আজ হতে পারলেন না, তাঁরাও সবাই আমার সহকর্মী। তাঁদের সবাইকে নিয়ে একসঙ্গে কর্পোরেশনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পরিবার হিসেবে কাজ করব।"


এদিন মেয়র হিসেবে নাম ঘোষণার পর তৃণমূল নেত্রীকে ফিরহাদ হাকিম প্রণাম করলে, নতুন মেয়রকে 'ভালো করে' কাজ করতে বলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রসঙ্গত, এবার অনেক মহিলা বোরো চেয়ারম্যান রয়েছেন। সেপ্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "কাজের ক্ষেত্রে নারী-পুরুষ কোনও বিভেদ হয় না। মহিলারা মাতৃজাতি। তাঁরা ভালোভাবে কাজ করবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের উপর বিশ্বাস রেখেছেন।"


আরও পড়ুন, Mamata on Subrata Mukherjee: 'পাহারাদার হিসেবে একসঙ্গে কাজ করেছি... সুব্রতদাকে খুব মিস করছি'


KMC Mayor: মেয়র ফিরহাদেই ভরসা মমতার, ডেপুটি অতীন; চেয়ারপার্সন মালা রায়


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App