বেপাত্তা বাগরি মার্কেটের মালিক রাধা, বালিগঞ্জ প্লেসের অট্টালিকায় তালা

দরজায় তালা। ক্যামেরার সামনে পড়ে যান ওই বাড়ির কেয়ারটেকার। রাধা বাগরির কথা জিজ্ঞাসা করতেই তিনি একেবারে অগ্নিশর্মা। মুখের ওপর দরজা বন্ধ করে চম্পট দিলেন তিনি। দেখুন সেই ভিডিও...

Updated By: Sep 17, 2018, 05:39 PM IST
বেপাত্তা বাগরি মার্কেটের মালিক রাধা, বালিগঞ্জ প্লেসের অট্টালিকায় তালা

নিজস্ব প্রতিবেদন: কোথায় রাধা বাগরি? বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর থেকেই বাগরি মার্কেটের মালিক রাধা বাগরির কোনও খোঁজ নেই। বালিগঞ্জ প্লেসে তাঁর বিশাল বাড়িতে ঘুরে গেছে পুলিস। কিন্তু রাধা বাগরির খোঁজ মেলেনি। সেই বাড়িতে সরেজমিনে জি চব্বিশ ঘণ্টা। দরজায় তালা। ক্যামেরার সামনে পড়ে যান ওই বাড়ির কেয়ারটেকার। রাধা বাগরির কথা জিজ্ঞাসা করতেই তিনি একেবারে অগ্নিশর্মা। মুখের ওপর দরজা বন্ধ করে চম্পট দিলেন তিনি। দেখুন সেই ভিডিও...

আরও পড়ুন:  জামাইয়ের নয়, মেয়ের গর্ভে অন্য কারোর ঔরসের সন্তান চেয়েছিল গৃহবধূর বাপেরবাড়ি, তারকেশ্বরে দম্পতির সঙ্গে সঙ্গে যা ঘটল, ভাবাচ্ছে রাজ্যকে

 

 

 বারবার বলা সত্ত্বেও অগ্নি নির্বাপন ব্যবস্থার তোয়াক্কা করেননি বাগরি মার্কেটের মালিকরা। জুলাই মাসে মেয়রের সঙ্গে বৈঠকে তাঁদের সতর্ক করে ট্রেড লাইসেন্স দেওয়া হয়। ফায়ার লাইসেন্স ছাড়াই দেওয়া হয় এই লাইসেন্স। যথোপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা তৈরি  করে  ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় বাগরিদের। পুরসভার বৈঠকের সেই চিঠি  জি ২৪ ঘণ্টার  হাতে এসেছে।

যদিও, বাগরির মালিকরা কোনও ব্যবস্থাই নেননি। 

আরও পড়ুন:  পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!

এদিকে, বাগরি মার্কেটের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।  মালিককে অবিলম্বে  গ্রেফতারের দাবিতে ক্ষোভ উগরে দেন তাঁরা। মন্ত্রীকে সামনে পেয়ে মালিকের বিরুদ্ধে নানাবিধ অভাব অভিযোগ জানান তাঁরা। মালিককে গ্রেফতারের আশ্বাস দেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, এফআইআর দায়ের হলেই ব্যবস্থা নেওয়া হবে।  ওসিকে বাগরি মার্কেটের মালিককে গ্রেফতারির নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

.