রাঘব-বোয়ালদের বাঁচাতেই কি জয়রামনকে সরিয়ে দেওয়া হল, প্রশ্ন আর বিতর্কে জেরবার রাজ্য

রাঘব-বোয়ালদের বাঁচাতেই জয়রামনকে সরিয়ে দেওয়া হল, প্রশ্ন আর বিতর্কে জেরবার রাজ্য

Updated By: Dec 5, 2013, 02:50 PM IST

শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দুর্নীতিতে জড়িয়েছে শাসকদলের একাধিক নেতার নাম। দুর্নীতির অভিযোগ ওঠায় পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে। তাঁকে জেরা করে পুলিস। শিলিগুড়ির প্রাক্তন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা ও জলপাইগুড়ির জেলা তৃণমূল সভাপতি চন্দন ভৌমিককেও জেরা করা হয়।

প্রশ্ন উঠছে, রাঘব-বোয়ালদের বাঁচাতেই কি পুলিস কমিশনার পদ থেকে জয়রামনকে সরিয়ে দেওয়া হল? তিনটি শ্মশানে বৈদ্যুতিক চুল্লির বরাত নিয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে প্রায় ৪৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।

শিলিগুড়ির প্রাক্তন পুলিস কমিশনার কে জয়রামনকে সরিয়ে দেওয়ায় দুর্নীতির তদন্তে তাঁরা ভরসা হারিয়েছেন। বলছেন,কংগ্রেস নেতা শঙ্কর মালাকার।তদন্ত চলছে। তাই কোনও মন্তব্য নয়। প্রতিক্রিয়া এসজেডিএ-র প্রাক্তন চেয়ারম্যান তথা শিলিগুড়ির তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যের।

.