পুরভোটের পরেই কি সাসপেন্ড মুকুল? ঘাসফুলের অন্দরে জোরালো সম্ভাবনা

পুরভোটের পর কী  মুকুল রায়কে সাসপেন্ড করতে চলেছে তৃণমূল কংগ্রেস? দলের অন্দরে জোরালো হচ্ছে তেমনই সম্ভাবনা। অন্যদিকে, দলের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক।

Updated By: Mar 21, 2015, 09:54 PM IST
পুরভোটের পরেই কি সাসপেন্ড মুকুল? ঘাসফুলের অন্দরে জোরালো সম্ভাবনা

ব্যুরো: পুরভোটের পর কী  মুকুল রায়কে সাসপেন্ড করতে চলেছে তৃণমূল কংগ্রেস? দলের অন্দরে জোরালো হচ্ছে তেমনই সম্ভাবনা। অন্যদিকে, দলের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক।

সিবিআইয়ের ডাক পাওয়ার পর আচমকাই  মুকুল রায়ের মুখে শোনা যাচ্ছিল বিজেপি স্তুতি। অনেকেই ভেবেছিলেন তৃণমূলকে আড়াআড়িভাবে চিরে ফেলতে পারবেন  মুকুল রায়। কিন্তু, বাস্তবে দেখা গেল দু-তিনজন বিধায়ক ছাড়া সঙ্গে নেই কেউ। নিজাম প্যালেস কার্যত ফাঁকা। বিজেপির সঙ্গে সম্পর্ক তৈরির মরিয়া চেষ্টা করলেও, ফল হয়নি। এবার উপায়?

কোন পথে মুকুল?

অনেকে বলছেন, তৃণমূল নেত্রীকে চুপিসাড়ে সমঝোতা বার্তা দিতে শুরু করেছেন মুকুল রায়।

ভুলে যাবেন না আমি সাংসদ

মুকুল রায়কে কি দলে ফেরাবেন তৃণমূল নেত্রী?

মুকুল রায়কে অত্যন্ত স্নেহ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তাঁকে ফের দলে টানতে পারেন।

মুকুল রায়ের পক্ষে যেতে পারে তাঁর সাংগঠনিক দক্ষতা

বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায় দায়িত্ব নিলে নিশ্চিন্তে সরকার চালাতে পারবেন তৃণমূল নেত্রী।

কিন্তু, প্লাসের থেকে মাইনাসই বেশি।

মুকুল রায়ের  "বিশ্বাসঘাতকতা' এখনও মানতে পারছেন না  তৃণমূল নেত্রী

দলের বড় কোনও ক্ষতি করার ক্ষমতা নেই মুকুল রায়ের, বুঝে গেছেন তৃণমূল নেত্রী।

দলের কর্মীরাও মুকুল রায়কে ফেরানোর বিপক্ষে।

শনিবার দীর্ঘদিন বাদে নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরে দলের বিরুদ্ধে তোপ দেগেছেন মুকুল রায়।

পুরভোটে মুকুল রায়কে ব্রাত্য রেখেছে দল। এবার কি করবেন? পাল্টা আঘাত হানবেন? তলায় তলায় বিজেপিকে সাহায্য করবেন? উস্কে দেবেন দলের ভেতরের ক্ষোভ? তবে, মুকুল যে পথেই হাঁটুন। দল যে পুরভোটের পর তাঁকে সাসপেনশনের পথেই হাঁটতে চলেছে তা একরকম নিশ্চিত।

 

 

.