আর লোডশেডিং হবে না রাজারহাটে
রাজারহাট নিউটাউনে আর লোডশেডিং হবে না। এমনই ব্যবস্থা করেছে রাজ্য বিদ্যুত্ পর্ষদ। নয়া ব্যবস্থায় ২৪ ঘণ্টাই মিলবে বিদ্যুত্ পরিষেবা।
![আর লোডশেডিং হবে না রাজারহাটে আর লোডশেডিং হবে না রাজারহাটে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/27/50604-rajarhat-27-2-16.jpg)
ওয়েব ডেস্ক: রাজারহাট নিউটাউনে আর লোডশেডিং হবে না। এমনই ব্যবস্থা করেছে রাজ্য বিদ্যুত্ পর্ষদ। নয়া ব্যবস্থায় ২৪ ঘণ্টাই মিলবে বিদ্যুত্ পরিষেবা।
মোদি সরকারের স্বপ্ন ছিল দেশের বেশ কিছু শহরকে স্মার্ট সিটি বানানোর। রাজ্যে রাজারহাট নিউটাউনকে সেই তালিকায় নিয়ে আসতে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার। সেই দৌড়ে সামিল হতে অন্তত বিদ্যুত্ পরিষেবায় একশ শতাংশ সফল পর্ষদ কর্তারা। রাজ্যবিদ্যুত পর্ষদের অধিনস্ত রাজারহাট নিউটাউন বিদ্যুত পর্ষদের কর্তারা রাজ্যে প্রথম ত্রুটি শূন্য বিদ্যুত শহর করতে সক্ষম হয়েছেন। কি এই ত্রুটি শূন্য ব্যবস্থা? এক কথায় বলতে হলে লোডশেডিং শূন্য শহর। সাধারনত লোডশেডিং কম বা বেশি হয় যেকোনও এলাকায়। কিন্তু নতুন এই ব্যবস্থার জেরে লোডশেডিং হবেই না বলে জানাচ্ছেন কর্তারা। রাজ্য বিদ্যুত পর্ষদের অধীনস্ত রাজারহাট নিউটাউন বিদ্যুত্ পর্ষদের কর্তারা রাজ্যে প্রথম ত্রুটি শূন্য বিদ্যুত্ শহর করতে সক্ষম হয়েছেন।
কি এই ত্রুটি শূন্য ব্যবস্থা?
এক কথায় বলতে হলে লোডশেডিং শূন্য শহর। সাধারণত লোডশেডিং কম বা বেশি হয় যে কোনও এলাকায়। কিন্তু নতুন এই ব্যবস্থার জেরে লোডশেডিং হবেই না বলে জানাচ্ছেন কর্তারা।
কিন্তু এটা কীভাবে সম্ভব?
সাধারণত মাটির নীচ থেকে বিদ্যুত সংযোগ নিয়ে যাওয়া হয় একদিক থেকে। গোটা শহরেই এই ব্যবস্থা রয়েছে। নতুন ব্যবস্থায় দুদিক থেকেই এই সংযোগ ব্যবস্থা নিয়ে যাওয়া হবে। ফলে একদিকের সংযোগ কোনওভাবে বিচ্ছিন্ন হলেও মূহুর্তেই কাজ করবে অন্য ব্যবস্থাটি।
বিদ্যুত্ পর্ষদের কর্তারা জানিয়েছেন, রাজারহাট নিউটাউনের গোটা এলাকা এই ব্যবস্থায় মুড়ে ফেলেছেন তাঁরা। এমনকি নির্মীয়মান এলাকাতেও এই পরিষেবা দিতে সক্ষম তাঁরা।