কিছুতেই নিম্নচাপের বেড়া টপকে রাজ্যে ঢুকতে পারছে না শীত
উচ্চচাপ বলয় আর ঘূর্ণাবর্তের জেরে ফের শীতের বেহাল দশা। আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি নামতে পারছে না।
উচ্চচাপ বলয় আর ঘূর্ণাবর্তের জেরে ফের শীতের বেহাল দশা। আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি নামতে পারছে না।
তবে, আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দুপুরের পর থেকেই জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। এর প্রভাবে দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তবে বাড়বে রাতের তাপমাত্রা। দু`দিন এই পরিস্থিতি চলবে। আগামী ২৪ ঘণ্টায় সিকিম সংলগ্ন দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।