বিধানসভার শোকপ্রস্তাবে ব্রাত্য মগরাহাটের নিহতরা

প্রকাশ্যে ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য বিধানসভার গৃহীত শোকপ্রস্তাবে মগরাহাটে পুলিসের গুলিতে নিহতদের ঠাঁই হল না।

Updated By: Dec 12, 2011, 04:16 PM IST

প্রকাশ্যে ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য বিধানসভার শোকপ্রস্তাবে মগরাহাটে পুলিসের গুলিতে নিহতদের ঠাঁই হল না। সোমবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন।  আমরির অগ্নিকাণ্ড ও সিকিমের ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা, দেব আনন্দ, স্টিভ জোবস, বিভু ভট্টাচার্যের মৃত্যু-সহ একাধিক বিষয়ে শোকপ্রস্তাব গ্রহণের পরই  দিনের মত মুলতুবি হয়ে যায় অধিবেশন। সাম্প্রতিক সবকটি বিষয় শোক প্রস্তাবে জায়গা পেলেও তাত্পর্যপূর্ণভাবে শোক প্রস্তাবে জায়গা পায়নি মগরাহাটে গুলি চালানোর ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি।
অন্য দিকে রাজ্য বিধানসভায় বিরোধী বামফ্রন্ট বিধায়কদের পাশাপাশি জোটশরিক কংগ্রেসও বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস নিয়ে সরব হতে পারে বলে রাজনৈতিক মহলের খবর। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে যুব কংগ্রেসের তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত মিছিল ঘিরে শাসক জোটের অভ্যন্তরীণ রাজনীতিতে জল ঘোলা হয়েছিল বিস্তর। তৃণমূল প্রার্থী সুব্রত বক্সীর জয়ের পর প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে অন্তর্ঘাতেরও অভিযোগ এনেছিলেন তৃণমূল নেত্রী। এবার বিধানসভার শীতকালীন অধিবেশনও `রাজনৈতিক সন্ত্রাস` ইস্যুতে শাসক জোটের শরিকি কাজিয়ায় উত্বপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

.