Khidirpur Murder: স্বামীই 'খুনি'? বস্তিতে পাওয়া গেল মহিলার কম্বল জড়ানো দেহ....

পুলিস সূত্রে খবর, মৃতার নাম আঞ্জুয়ারা খাতুন মোল্লা। খিদিরপুরের নর্থ পোর্ট থানার ডক ইস্ট বাউন্ডারি রোডের ইস্ট ইয়ার্ড সিপিটি কলোনির বাসিন্দা ছিলেন তিনি। বস্তিতে একাই থাকতেন। বাড়িতে পরিচারিকার কাজ করতেন আঞ্জুয়ারা।  

Updated By: Dec 10, 2023, 08:01 PM IST
Khidirpur Murder: স্বামীই 'খুনি'? বস্তিতে পাওয়া গেল মহিলার কম্বল জড়ানো দেহ....

সন্দীপ প্রামাণিক ও রণয় তেওয়ারি: শহরে ফের রহস্যমৃত্যু। নিজের ঘর থেকে এবার উদ্ধার মহিলার কম্বল জড়ানো দেহ! কীভাবে মৃত্যু? প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, শ্বাসরোধ করে খুন। বেপাত্তা স্বামী। ঘটনাটি ঘটেছে খিদিরপুরে।

আরও পড়ুন:  Bankura: তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি বিধায়কের, নাক ভাঙ্গার হুমকি বিডিওকে

পুলিস সূত্রে খবর, মৃতার নাম আঞ্জুয়ারা খাতুন মোল্লা। খিদিরপুরের নর্থ পোর্ট থানার ডক ইস্ট বাউন্ডারি রোডের ইস্ট ইয়ার্ড সিপিটি কলোনির বাসিন্দা ছিলেন তিনি। বস্তিতে একাই থাকতেন। বাড়িতে পরিচারিকার কাজ করতেন আঞ্জুয়ারা।

স্থানীয় সূত্রে খবর, রোজই পুরসভার জলের গাড়ি আসে এলাকায়। সকালে প্রথম জল নেন আঞ্জুয়ারা। সবাইকে ডেকেও দেন তিনি। কিন্তু আজ, রবিবার সকালে জল নিতে বেরোননি বছর চল্লিশের ওই মহিলা। এরপর প্রতিবেশীরা যখন ঘরে যান, তখন বিছানায় তাঁর নিথর দেহ পড়তে থাকতে দেখেন। মৃতদেহের সঙ্গে আবার একটি কম্বলও জড়ানো ছিল।

খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, ২৫ বছর আগে  শাহাজান মোল্লা নামে এক ব্যাক্তির বিয়ে হয়েছিল আঞ্জুয়ারার। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না একেবারেই। বস্তুত, দ্বিতীয় স্ত্রীও রয়েছে শাহজাহানের। ঘটনার পর খোঁজ মিলছে তাঁর।

আরও পড়ুন:  Malbazar: নকশালে ভিড়! শীত পড়তেই রবিবারে পিকনিকে মাতল পাহাড়...

জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.