ধর্মঘটের দিন কাজে যোগ দেওয়ার ফতোয়া পরিবহণমন্ত্রীর

সাধারণ ধর্মঘটের দিন কাজে যোগ দিতে পরিবহণকর্মীদের উদ্দেশ্যে ফতোয়া জারি করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। কাজে যোগ না দিলে কর্মীদের সার্ভিস ব্রেক হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি। ওই দিন যান চলাচল স্বাভাবিক রাখতে অল্প সময়ের ব্যবধানে সরকারি বাস রাস্তায় নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহণমন্ত্রী।

Updated By: Feb 24, 2012, 04:32 PM IST

সাধারণ ধর্মঘটের দিন কাজে যোগ দিতে পরিবহণকর্মীদের উদ্দেশ্যে ফতোয়া জারি করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। কাজে যোগ না-দিলে কর্মীদের সার্ভিস ব্রেক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওই দিন যান চলাচল স্বাভাবিক রাখতে অল্প সময়ের ব্যবধানে সরকারি বাস রাস্তায় নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহণমন্ত্রী।
২৮ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। ওই দিন সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করতে আগেই বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের মুখ্যসচিব। সেই বিজ্ঞপ্তির সূত্র ধরে ৫টি পরিবহণ নিগমের কর্মীদের ধর্মঘটের দিন উপস্থিত হতে নির্দেশ দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।
পরিবহণ নিগমের কর্তাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন মদন মিত্র। ৫টি পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সমান করার বিষয়ে বৃহস্পতিবারের বৈঠকে কথা হয়। ২৮ তারিখের ধর্মঘটের আগে পরিবহণকর্মীদের বকেয়া বেতনও মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পরিবহণমন্ত্রী জানিয়েছেন, ধর্মঘটের দিন এই ৫টি নিগমের থেকে ১ হাজার বাস রাস্তায় নামানো হবে। পাশাপাশি বেসরকারি বাস এবং ট্যাক্সি সংগঠনগুলিকে সেদিন বাস-ট্যাক্সি পথে নামানোর জন্য তিনি অনুরোধ করেছেন বলে জানিয়েছেন মদন মিত্র।

.