মহাকরণ সরানোর সিদ্ধান্তে অখুশি সরকারি কর্মচারীদের একাংশ

মহাকরণ ডুমুরজলায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে খুশি নন সরকারি কর্মচারীদের একাংশ। দূরত্ব ও পরিবহণের বাড়তি খরচের কথা তুলছেন তাঁরা। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও।

Updated By: Aug 8, 2013, 10:26 AM IST

মহাকরণ ডুমুরজলায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে খুশি নন সরকারি কর্মচারীদের একাংশ। দূরত্ব ও পরিবহণের বাড়তি খরচের কথা তুলছেন তাঁরা। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও।

বাকি রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। এই পরিস্থিতিতে মহাকরণ বদলের সিদ্ধান্ত মানতে পারছেন না সরকারি কর্মচারীদের একাংশ। দূরত্বের দিকটি মাথায় না রেখে সরকার আচমকা এই সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়ায় ক্ষুব্ধ তাঁরা। তাঁদের মতে শহরের প্রাণ কেন্দ্র থেকে মহাকরণ সরে গেলে বাড়বে পরিবহণ খরচ। সেক্ষেত্রে সরকারের বাড়তি ভাতা দেওয়া উচিত বলে মনে করেন তাঁরা।
  
মহাকরণের আমূল সংস্কারের কাজে হাত দিতে চলেছে রাজ্য সরকার। সেই সঙ্গে ভবিষ্যতে ডুমুরজলায় সমস্ত প্রশাসনিক দফতর স্থায়ী ভাবে সরিয়ে নেওয়ারও পরিকল্পনা রয়েছে সরকারের। সংস্কারের প্রয়োজনীয়তার কথা মানছেন বিরোধীরা। তবে, একইসঙ্গে পরিবহণের সুবিধার বিষয়টিও মনে করিয়ে দিচ্ছেন তাঁরা।
 
একদিকে কর্মীদের ক্ষোভ, অন্যদিকে বিরোধীদের সমালোচনা। এর মাঝেই মহাকরণ আপাতত পাড়ি দিচ্ছে হাওড়ার এইচআরবিসি ভবনে।
 
.