১লা বৈশাখের মেনুতে আমিষ-নিরামিষের জোট

ভোটের পুজোয় মহাজোটের জয় হবে কী না সেটা পরের কথা। কিন্তু পয়লা বৈশাখের মেনুতে এবার আমিষ-নিরামিষের জোট।

Updated By: Apr 13, 2016, 09:19 AM IST
১লা বৈশাখের মেনুতে আমিষ-নিরামিষের জোট

ওয়েব ডেস্ক: ভোটের পুজোয় মহাজোটের জয় হবে কী না সেটা পরের কথা। কিন্তু পয়লা বৈশাখের মেনুতে এবার আমিষ-নিরামিষের জোট।

পয়লা বৈশাখ উপলক্ষ্যে শপিং মলে উঠে এল মাছ বাজার। মিলছে ২১ কিলোর কাতলা। দাম? বাজারদরের থেকে অনেক কম। বাংলা নববর্ষ উপলক্ষে অর্ধেক দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৯৯৯ টাকা কেজি।  ফলে মাছ কিনতে এবার নববর্ষের আগে বাঙালির ভিড়  শপিং মলে।

পয়লা বৈশাখের পাতে আমিষ-নিরামিষ জোট। বেগুনভাজা, আলুপোস্তো যেমন রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন মাছের পদ। ইলিশ থেকে চিংড়ির টানে রেস্তোরাঁতেও ভিড় জমাচ্ছেন খাদ্যরসিক বাঙালি।

.