এত সহজে গুলাবজামুন বানানো যায়! লকডাউনে শিখিয়ে দিল TikTok, ভাইরাল হল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে সবথেকে বেশি নজর দিতে হচ্ছে প্রতিদিনের খাওয়া দাওয়া ও স্বাস্থ্যের প্রতি। তাই ঘরবন্দিতে চায়ের সঙ্গে মুখরোচক কিছু একটা বানিয়ে নিতে পারলে যেমন ভাল হয়। পাশাপাশি একটু মিষ্টিমুখ করতে পারলেও মন্দ হয় না। তবে বাড়িতে মিষ্টি তৈরির কথা ভাবলেই অনেকেরই মাথায় হাত পড়ে যায়। যেন কত না কঠিন কাজ। হ্যাঁ হয়তো বিষয়টা কঠিন ঠিকই, তবে তার সব থেকে সহজ কিছু পদ্ধতিও আছে। আর সেটাই চমক।

তাই যদি আপনিও খুব সহজে চোখের পলকে বাড়িতেই মিষ্টি বানিয়ে নিতে চান, তবে এই ভিডিয়ো একদমই মিস করা যাবে না। তাই দেখে নিন কত সহজ পদ্ধতিতে বাড়িতে মিষ্টি বানিয়ে ফেলতে পারবেনা আপনি। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে একেবারে সোজা-সাপটা উপায়ে শেখানো হয়েছে গুলাবজামুন বানানো।

@yasminali77

#####

♬ DIL DOOBA - AMITABH BACHCHAN,AKSHAY KUMAR,AISHWARYA RAI,AJAY DEVGAN

আরও পড়ুন: চিনের ৭৭ শতাংশ মানুষের শৌচকর্মের পর হাত ধোয়ার অভ্যাসই নেই! তালিকায় রয়েছে ভারতের নামও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মিষ্টি বানানোর ভিডিয়ো। প্রচুর সেলিব্রিটিরাও শেয়ার করেছেন এই ভিডিয়োটি। তবে আর দেরি কেন, ঘরবন্দি থাকা পরিবারের সদস্যদের মিষ্টি-মুখ করাতে বানিয়ে ফেলুন গুলাবজামুন!

English Title: 
2-Ingredient Gulab Jamun Easy Recipe on TikTok goes Viral
News Source: 
Home Title: 

এত সহজে গুলাবজামুন বানানো যায়! লকডাউনে শিখিয়ে দিল TikTok, ভাইরাল হল ভিডিয়ো

এত সহজে গুলাবজামুন বানানো যায়! লকডাউনে শিখিয়ে দিল TikTok, ভাইরাল হল ভিডিয়ো
Yes
Is Blog?: 
No