মারণ রোগের জিন চিহ্নিত করতে মানুষের জিনোমের 3D ম্যাপ তৈরি করলেন বিজ্ঞানীরা

মানুষের জিনোমের থ্রিডি ম্যাপ তৈরি করলেন গবেষকরা। এর ফলে জিনোমের ফোল্ডিং প্যাটার্ন যেমন বোঝা যাবে তেমনই সেই সব 'লুকনো সুইচ'-যা বিবিধ মারন রোগের কারণ তাদেরকেও খুঁজে পাওয়া যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

Updated By: Dec 16, 2014, 04:29 PM IST
 মারণ রোগের জিন চিহ্নিত করতে মানুষের জিনোমের 3D ম্যাপ তৈরি করলেন বিজ্ঞানীরা

ওয়েব ডেস্ক: মানুষের জিনোমের থ্রিডি ম্যাপ তৈরি করলেন গবেষকরা। এর ফলে জিনোমের ফোল্ডিং প্যাটার্ন যেমন বোঝা যাবে তেমনই সেই সব 'লুকনো সুইচ'-যা বিবিধ মারন রোগের কারণ তাদেরকেও খুঁজে পাওয়া যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

জিন নিয়ন্ত্রণের গঠনগত ভিত্তি প্রকাশ করল এই ম্যাপ। এই 'জিনোমিক অরিগামি' যা একই জিনোমকে ভিন্ন ভিন্ন কোষ তৈরির অনুমতি দেয়।

এই ম্যাপের মাধ্যমে বিজ্ঞানীরা সেই সব ফোল্ডিং প্যাটার্নের বিভিন্ন লুপকে চিহ্নিত করতে পেরেছেন। কোনও কোষের নিউক্লিয়াসে দু'টি সম্পূর্ণ ভিন্ন সিক্যুয়েন্সের ডিএনএ যে ফোল্ড বা ভাঁজের কাছে একে অপরের খুব কাছে চলে আসে সেখানে লুপ তৈরি হয়।

বেলর কলেজ অফ মেডিসিনের বিজ্ঞানী, এই গবেষণার অন্যতম কো-অথার সুহাস রাও জানিয়েছেন 'আমরা বুঝতে পারছি এই ফোল্ডিং নিয়ম মেনে হয়।''

এই গবেষণার জন্য গবেষকরা "in situ Hi-C"  একটি টেকনোলজি অবলম্বন করে ছিলেন।

গবেষকরা আশা করেছেন এই ম্যাপ এমন কিছু জিনের সন্ধান দিতে পারবে যা ক্যান্সারের মত বিভিন্ন মারণ রোগের কারণ।

 

 

 

 

.