বন্ধু চিত্তরঞ্জনকে বিয়ে করলেন অ্যাসিড অ্যাটাক সারভাইভার সোনালি

কউন বনেগা ক্রোড়পতির শোতে তাকে চিনেছিল গোটা দেশ। তিনি অ্যাসিড হামলার সারভাইভার সোনালি মুখার্জি। বিয়ে করলেন সোনালি। বৃহস্পতিবার দুই পরিবারের উপস্থিতিতে বন্ধু চিত্তরঞ্জন তিওয়ারিকে বিয়ে করেন সোনালি।

Updated By: Apr 18, 2015, 05:34 PM IST
বন্ধু চিত্তরঞ্জনকে বিয়ে করলেন অ্যাসিড অ্যাটাক সারভাইভার সোনালি

ওয়েব ডেস্ক: কউন বনেগা ক্রোড়পতির শোতে তাকে চিনেছিল গোটা দেশ। তিনি অ্যাসিড হামলার সারভাইভার সোনালি মুখার্জি। বিয়ে করলেন সোনালি। বৃহস্পতিবার দুই পরিবারের উপস্থিতিতে বন্ধু চিত্তরঞ্জন তিওয়ারিকে বিয়ে করেন সোনালি।

জামশেদপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র চিত্তরঞ্জন ওড়িশার ভূষণ স্টিলে কর্মরত। সোনালির সাহসের গল্পো শুনে, আত্মবিশ্বাস দেখে তার প্রতি আকৃষ্ট হন চিত্তরঞ্জন। ফেসবুকে বন্ধুত্ব থেকে প্রেম। এরপর সোনালিই প্রথম বিয়ের প্রস্তাব দেন চিত্তরঞ্জনকে। ১৫ এপ্রিল রেজিস্ট্রির পর চলতি মাসের শেষের দিকে হতে চলেছে ধর্মীয় মতে বিয়ে।

২০০৩ সালের ২২ এপ্রিল নিজের বাড়ির ছাদে ঘুমোচ্ছিলেন ১৮ বছরের সোনালি। সেইসময় কিছু দুষ্কৃতী অ্যাসিড ছোঁড়ে তাকে উদ্দেশ্য করে। অ্যাসিড হামলার ফলে বিকৃত হয়ে গিয়েছে তার শরীর। বেশি কিছু অস্ত্রপচারের পর বর্তমান চেহারা পেয়েছেন সোনালি।
 

.