বিশ্বকে বাঁচাতে বাল্বের পর এবার নিষিদ্ধ হচ্ছে ভ্যাকিয়ুম ক্লিনার
---------------------------------------------------------------------------------
ওয়েব ডেস্ক: গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে বাঁচতে এবার ভ্যাকিয়ুম ক্লিনারকে নিষিদ্ধ করল ইউরোপিয়ান ইউনিয়ান (EU)। EU-এর বেঁধে দেওয়া ১,৬০০ ওয়াটের থেকে বেশি শক্তির মোটর ভ্যাকিয়ুম ক্লিনারগুলিতে ব্যবহার হওয়ায় এটি নিষিদ্ধ হতে চলেছে। আগামী মাস থেকেই এই নিয়ম কার্যকর হওয়ার কথা।
গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে ইউরোপিয়ান ইউনিয়ন ২০১৭ সালের পর থেকে ৯০০ ওয়াটের ওপর যে কোনও ইলেকট্রনিক্স সরঞ্জামকে নিষিদ্ধ করতে চলেছে। সেক্ষেত্রে আরও বেশ কিছু জিনিস বৈদ্যুতিক জিনিস নিষিদ্ধ হতে চলেছে।
তবে এই নিয়ম চালুর করার আগেই ইউরোপিয়ান ইউনিয়ানের কাছে সময় চাইছে ভ্যাকিয়ুম ক্লিনার প্রস্তুতকারী বড় সংস্থাগুলি। কারণ মোটরের ক্ষমতা ১,৬০০ ওয়াটের নিচে নামিয়ে আনার কথা বলেছে তারা।
--------------------------------------
ইউরোপিয়ান ইউনিয়ান-এর নির্দেশিকায় এই বিষয়ে যা বলা হয়েছে---
From next month some of the country's best vacuum cleaners will be among those to be banned because they have motors above the new EU limit of 1,600 watts.
And as if that was not bad enough, the permitted wattage will be almost halved from September 2017 as the limit is changed to a pathetic 900 watts.
The law is the EU's latest bid to save energy and tackle climate change and the European Commission claims consumers will "get better vacuum cleaners than ever before".