গরম লেবু জল দিয়ে শুরু করুন দিন, আর ম্যাজিক দেখুন
ওয়েব ডেস্ক : বাড়তি ওজন ঝরাতে চান? তাহলে প্রতিদিন নিয়ম করে লেবু জল খান। অবশ্যই গরম জলেই লেবুর রস মিশিয়ে খেতে হবে আপনাকে। তাহলেই বাড়তি মেদ হু হু করে কমতে পারে বলেই করছেন গবেষকদের একাংশ ।
জানা যাচ্ছে, বাড়ি ওজন ঝরাতে হলে প্রতিদিন আল গ্লাস উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খান। প্রতিদিন নিয়ম মেনে যদি গরম লেবু জল খেতে পারে, তাহলে মেদ ঝরবে।
প্রতিদিন গরম লেবু জল খেলে শরীর থেকে অতিরিক্ত টক্সিন বেরিয়ে যাবে। ফলে, শরীর ভাল থাকবে।
প্রতিদিন গরম লেবু জল খেলে রক্ত পরিষ্কার থাকে। তেমনি লেবু জলে ভাল থাকবে আপনার ত্বকও। তাই জেল্লাদার ত্বক পেতে প্রতিদিন উষ্ণ লেবু জল খেতে ভুলবেন না।
গরম লেবু জল খেলে হজম শক্তি আরও ভাল হবে। পাশাপাশি ঠাণ্ডা লাগা এবং বিভিন্ন ধরণের ফ্লু থেকেও রক্ষা করবে ওই গরম লেবু জল।
গরম লেবু জলে কমে যাবে পেটের সমস্যাও। তাই সুস্থ থাকতে প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম জলে লেবু দিয়ে খেয়ে ফেলুন এবং উপকারিতাটা নিজেই পরখ করে দেখুন।