Ambubachi: ২২ জুন অম্বুবাচী শুরু, শেষ রবিবার; জেনে নিন ঠিক কখন পড়ছে এবং কখন ছাড়ছে এই তিথি

পঞ্জিকামতে আষাঢ় মাসের ৭ থেকে ১০ তারিখ অম্বুবাচী হয়। লোকবিশ্বাস, আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী ঋতুময়ী হয় আর তখনই অম্বুবাচী পালন করা হয়।

Updated By: Jun 22, 2022, 01:46 PM IST
Ambubachi: ২২ জুন অম্বুবাচী শুরু, শেষ রবিবার; জেনে নিন ঠিক কখন পড়ছে এবং কখন ছাড়ছে এই তিথি

নিজস্ব প্রতিবেদন: অম্বুবাচী বহু চর্চিত একটি তিথি। তিথিটি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, নানা সংশয়, নানা ধারণা রয়েছে। তিথিটি গ্রামবাংলা শহর-নগরের বিধবা মহিলারা পালন করেন। প্রত্যেক বছরে আষাঢ় মাসে তিথিটি আসে। এই তিথিতে দেবী রজস্বলা হন বলে ধর্মবিশ্বাস।

পঞ্জিকামতে আষাঢ় মাসের ৭ থেকে ১০ তারিখ অম্বুবাচী হয়। লোকবিশ্বাস, আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী ঋতুময়ী হয় আর তখনই অম্বুবাচী পালন করা হয়।

এ বছর অম্বুবাচী পড়ছে আজ, বুধবার ২২ জুন, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটিই ৭ আষাঢ়। এদিন রাত ৮টা ১৯ মিনিটে অম্বুবাচী শুরু। রবিবার ১১ আষাঢ়, ২৬ জুন সকাল ৮টা ৪৩ মিনিটে অম্বুবাচী তিথি সমাপ্ত হচ্ছে। অর্থাৎ, এর পর থেকে আর পালনী কিছু থাকছে না।

বিধবা মহিলারা এই পালনীতে তিন দিন ধরে ব্রত করে থাকেন। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তাঁরা পরের তিন দিন ধরে খান। ওই তিন দিন তাঁরা কোনও গরম খাবার বা পানীয় খান না।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Ambubachi: কবে অম্বুবাচী? এই তিথির নিয়ম আচার-বিচার জানেন তো?

.