Bamboo Plant Vastu: জানেন, বাঁশ আপনার ঘর-সংসারে কী আশ্চর্য ঘটাতে পারে?

বাঁশের চারা সঠিক জায়গায় না লাগালে অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Updated By: Jan 22, 2022, 12:33 PM IST
Bamboo Plant Vastu: জানেন, বাঁশ আপনার ঘর-সংসারে কী আশ্চর্য ঘটাতে পারে?

নিজস্ব প্রতিবেদন: বাঁশ নিয়ে আমরা যত রসিকতাই করি না কেন, বাঁশগাছেরও নানা উপকারিতা আছে। বাঁশেরও (Bamboo Plant) সৌভাগ্য বয়ে আনার ক্ষমতা আছে।

বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়িতে বা অফিসে গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাস্তুবিদরা বলে থাকেন, বাস্তু অনুসারে, বাঁশ গাছকেও আসলে শুভ বলে মনে করা হয়। তবে, বাস্তু অনুসারে, বাঁশের চারা সঠিক জায়গায় না লাগালে কিন্তু অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

দেখে নেওয়া যাক, বাঁশ গাছ লাগানোর ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করা উচিত:

বাড়িতে বা অফিসে বাঁশ গাছ লাগালে তার জল এক সপ্তাহের মধ্যে বদলে ফেলতে হয়। এতে আর্থিক অবস্থা মজবুত হয়। ঘরে বাঁশের চারা লাগালে রোগ-বালাই দূর হয় শরীরও সুস্থ থাকে। 

পূর্ব দিকে বাঁশ গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে শান্তি বজায় থাকে বলে বলা হয়। সঙ্গে সংসারে অর্থও আসে।

ঘরে কোনও পাত্রে ২-৩ ফুট উচ্চতা পর্যন্ত বেড়ে ওঠা বাঁশের চারা লাগালে তা জানালার কাছে বা সরাসরি সূর্যের আলো আসে এমন জায়গায় রাখা উচিত।

বাঁশ গাছ বায়ু পরিশোধক হিসেবেও কাজ করে। দূষণ কমাতে সহায়ক। গাছের যত্ন নেওয়াও সহজ।

কর্মস্থলে বাঁশের চারা লাগালে কাজের পরিবেশ বিশুদ্ধ থাকে। এটি নেতিবাচক শক্তি দূর করে।

বাঁশের চারা লাল ফিতে দিয়ে বেঁধে কাচের বাটিতে বা পাত্রে জল দিতে হবে। বেডরুমেও বাঁশগাছ রাখা যেতে পারে। বলা হয়, এটি স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াতে পারে।

সার্বিক ভাবে পড়াশোনা বা যে কোনও ধরনের সৃজনশীল কাজে অগ্রগতির জন্য বাঁশের চারা খুবই শুভ বলে মনে করা হয়।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

আরও পড়ুন: Vastu Tips for Money: ঝাঁটা বা জল সংক্রান্ত এই ভুলগুলি কি আপনি করেন? তা হলে দারিদ্র্য ঘোচা কঠিন!

.