ব্যানানা ক্রিম পিজা
পিজা মানেই স্পাইস, পিজা মানেই চিজ। এবারে চিজ, চিকেন, বেকন থেকে বেরিয়ে বানিয়ে দেখতে পারেন ব্যানানা ক্রিম পিজা। ফ্রুট আর ক্রিম দিয়ে পিজাকেও বানিয়ে ফেলা যায় শেষপাতের দারুণ উপাদান।
পিজা মানেই স্পাইস, পিজা মানেই চিজ। এবারে চিজ, চিকেন, বেকন থেকে বেরিয়ে বানিয়ে দেখতে পারেন ব্যানানা ক্রিম পিজা। ফ্রুট আর ক্রিম দিয়ে পিজাকেও বানিয়ে ফেলা যায় শেষপাতের দারুণ উপাদান।
কী কী লাগবে
পিজা ক্রাস্ট-২ টো
ব্রাউন সুগার-২/৩ কাপ
গলানো মাখন-১ /৪ কাপ
আখরোট-১ /৩ কাপ (কুচনো)
ব্যানানা ক্রিম পুডিং-২ কাপ
পাকা কলা-৪ টে
হুইপড ক্রিম-১ কাপ
কীভাবে বানাবেন
পিজা প্যানের ওপর মাখন লাগিয়ে পিজা ক্রাস্ট রাখুন। ওর ওপর ব্যানানা ক্রিম পুডিং ছড়িয়ে দিন। একটা বাটিতে চিনি, মাখন ও আখরোট মেশান। এই মিশ্রণ পুডিংয়ের ওপর ছড়িয়ে দিন। ওভেন ১ ৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে ২০ মিনিট বেক করুন। হয়ে গেলে ওভেন থেকে বের করে ওপরে ক্রিম দিয়ে গার্নিশ করে স্লাইস করে পরিবেশন করুন।
ছবি সৌজন্যে: www.rhodesbread.com