মাস্কে মুখ ঢেকে এক পাল ছাগল! করোনা-আতঙ্কের আবহে ভাইরাল TikTok ভিডিয়ো

করোনা-সংক্রমণ থেকে বাঁচতে এ বার ছাগলদেরও পরানো হল ফেস মাস্ক!

Edited By: সুদীপ দে | Updated By: Mar 23, 2020, 01:09 PM IST
মাস্কে মুখ ঢেকে এক পাল ছাগল! করোনা-আতঙ্কের আবহে ভাইরাল TikTok ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব জুরে করোনা ছড়াচ্ছে দ্রুত গতিতে। ভারতে এই মারণ রোগ আক্রন্তের সংখ্যা প্রায় সাড়ে তিনশো ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে ‘মহামারির চেয়েও ভয়ঙ্কর’ বলে ব্যাখ্যা করেছে। করোনা মোকাবিলায় ২৩ মার্চ থেকে লকডাউন ভারতের ৭৫টি এলাকা। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এ দিন বিকেল ৪টে থেকে শুরু হবে লকডাউন।

এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষেরই ভরসা ফেস মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার। রাস্তাঘাটে অধিকাংশ মুখই এখন ফেস মাস্কে ঢাকা। এই পরিস্থিতিতে ভাইরাল হল একটি TikTok ভিডিয়ো! করোনা-সংক্রমণ থেকে বাঁচতে এ বার ছাগলদেরও পরানো হল ফেস মাস্ক!

@rohitdas3188

 

♬ original sound - khilesh shing rajput

আরও পড়ুন: প্রত্যেক শতাব্দীর ২০ সালেই অবিশ্বাস্য ভাবে দেখা দেয় ভয়ঙ্কর সব মহামারী!

ভিডিয়োটিতে ইতিমধ্যেই ৩০ লক্ষ ভিউ হয়েছে। ভিডিয়োটি শেয়ারও হয়েছে প্রচুর! কেউ এই দৃশ্য দেখে হেঁসেই অস্থির! অনেকেই আবার প্রশংসা করে বলেছেন, ‘একেই বলে সচেতনতা।’ এই পরিস্থিতিতে শুধু মানুষ কেন, বিপদ এড়াতে গৃহপালিত পশুদেরও বেশি করে যত্ন নেওয়া উচিত।

.